ভোটের মুখে জারি রইল বিজেপির সন্ত্রাস এবং তৃণমূলকে আক্রমন করার ধারা। শিয়ালদহ রানাঘাট শাখার শিমুরালি স্টেশন সংলগ্ন এলাকায় ক্ষুদ্র ও কুটিরশিল্প দফতরের প্রতিমন্ত্রী হলেন রত্না কর ঘোষের নামে পাওয়া গেল হুমকি পোস্টার। রত্না কর ঘোষ চাকদহ কেন্দ্রের বিধায়ক।
মহিলা মন্ত্রীর নামে হুমকি পোস্টার দেখে নিত্যযাত্রীরাই আরপিএফ খবর দেন বলে জানা গিয়েছে। পরে পুলিশ গিয়ে সেই পোস্টারগুলি উদ্ধার করে। এই খবর ছড়িয়ে পড়তেই ভিড় করেন বহু পার্টি নেতা ও সাধারণ মানুষ। গত ডিসেম্বরে রত্না কর ঘোষকে মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শিমূরালি স্টেশন সংলগ্ন এলাকায় লালকালিতে লেখা পোস্টার পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ উঠছে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করছে।তৃণমূল সূত্রের খবর, মমতার উন্নয়নে ভয় পেয়েই এই সমস্ত কাজ করা হচ্ছে। পোস্টার গুলিতে লেখা হয়েছে, “তিনদিন সময় দিলাম, এলাকায় গোল করা বন্ধ কর”।