ভোট শুরু হতে বাকি আর হাতে গোনা নয় দিন। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মত প্রচারে ব্যস্ত। এই ভোট প্রচারের মধ্যেই এক দলীয় কর্মীসভায় তৃণমূল প্রার্থীর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বামফ্রন্ট ও কংগেস থেকে আসা বেশ অনেক সদস্য। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি বিধানসভায় বেশ কিছু দিন ধরে যেভাবে দলে দলে মানুষ তৃণমূলে যোগ দিচ্ছেন তাতে তৃণমূলের সংগঠন যথেষ্ট শক্তিশালী হয়ে উঠছে বলে দাবি রাজনৈতিক মহলের। গত এক সপ্তাহে পুরুলিয়া জেলা জুড়ে বহু সিপিএম, বিজেপি সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন।
গতকাল পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের বুড়দা কালিমাটি অঞ্চলে তৃণমূল প্রার্থী মৃগাঙ্ক মাহাতোর সমর্থনে একটি কর্মীসভা হয়। জেলা তৃণমূল সভাপতি শান্তি মাহাতো বলেন, “এই লোকসভা ভোটে এলাকার মানুষের বিপুল সমর্থন পাবেন তৃণমূল প্রার্থী মৃগাঙ্ক মাহাতো”।
কর্মীসভার পর ওই অঞ্চলের বিভিন্ন গ্রামে মিছিল করে ভোট প্রচার করা হয়। এদিনের মিছিলে এবং কর্মীসভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল নজরে পড়ার মত। এদিন শতাধিক কংগ্রেস ও ফরোওয়ার্ড ব্লক কর্মী তৃণমূলে যোগ দেন।