আয়নার সামনে দাঁড়ালেই ফুটে ওঠে মানুষের প্রতিবিম্ব। অর্থাৎ আয়নাই কোনও মানুষকে তাঁর আসল চেহারা দেখায়। লোকসভা নির্বাচন ঘিরে যখন ক্রমশই রাজনীতির পারদ চড়ছে, ঠিক এমন সময়েই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ‘উপহার’ হিসেবে আয়না পাঠালেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। সেইসঙ্গে এই আয়নায় মোদীকে নিজের ‘আসল চেহারা’ পরখ করার জন্যও ‘পরামর্শ’ দিয়েছেন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ওই দেওয়াল আয়না পাঠানোর করার খবর জানিয়েছেন খোদ বাঘেলই। টুইটারে মোদীকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘উপহার হিসেবে আমি আপনাকে একটি আয়না পাঠাচ্ছি। এটি আপনি আপনার লোককল্যাণ মার্গের বাসভবনে টাঙিয়ে রাখবেন। যেখান থেকে আপনি দিনের অধিকাংশ সময় যাতায়াত করেন তেমন একটি জায়গায় ওই আয়না টাঙিয়ে রাখবেন। এই আয়নায় বার বার নিজের মুখ দেখে আপনি নিজের আসল রূপ দেখতে পাবেন।’
এখানেই শেষ নয়। এরপর আর একটি ফেসবুক পোস্টে মোদী সরকারের তরফে গ্রহণ করা একাধিক নীতির সমালোচনায় মুখর হয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। এই লোকসভা ভোটে দেশের জনগণই প্রধানমন্ত্রীর সামনে আয়না তুলে ধরবে বলে বলেও মন্তব্য করেছেন তিনি। বাঘেলের ‘আয়না উপহার’ এবং এ হেন কটাক্ষে যে ভোটের মুখে বেজায় অস্বস্তিতে মোদী-সহ গোটা বিজেপি শিবির, তা বলাই বাহুল্য।