মুসলিমরা বিজেপিকে বিশ্বাস করে না। তাই দলও মুসলমানদের টিকিট দেয় না। মুসলিমদের ভোটের টিকিট দেওয়া নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করলেন কর্নাটকের বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পা।
কর্নাটকের কোপ্পাল জেলায় বক্তব্য রাখতে গিয়ে ঈশ্বরাপ্পা অভিযোগ করেছেন, কংগ্রেস ভোট ব্যাঙ্ক হিসেবে মুসলিমদের ব্যবহার করে। কিন্তু কখনও তাঁদের টিকিট দেয় না। কিন্তু বিজেপি কংগ্রেসের মতো নয়। ঈশ্বরাপ্পার দাবি, মুসলিমরা বিজেপিকে বিশ্বাস করে না বলেই তাঁদের টিকিট দেয় না দল। কিন্তু মুসলিমদের ভোটব্যাঙ্ক হিসেবেও ব্যবহার করে না। বিজেপি। যদি তাঁরা বিজেপিকে বিশ্বাস করতে শুরু করেন তাহলে তাঁদেরও টিকিট দেবে বিজেপি। এমনও প্রতিশ্রুতি দিয়েছেন ঈশ্বরাপ্পা।
বিজেপি ক্ষমতায় থাকাকালীন কর্নাটকে উপ মুখ্যমন্ত্রী ছিলেন কে এস ঈশ্বরাপ্পা। ৭০ বছরের প্রবীণ এই বিজেপি নেতা কর্নাটকের কুরবা সম্প্রদায়ের নেতা। এর আগেও একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। লোকসভা ভোটের মুখে এবার মুসলিমদের নিয়ে ফের বেফাঁস মন্তব্য করলেন তিনি।
