সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল যে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বসপা প্রধান মায়াবতী রাজ্যের লখনউ ও নয়ডাতে দলীয় প্রতীক হাতি ও নিজের যে সব মূর্তি তৈরি করেছেন, সেই টাকা সাধারণ মানুষের৷ অর্থাৎ মানুষের টাকায় নিজের প্রচার সেরেছেন তিনি৷ এই কারণে এবার সুপ্রিম কোর্টে এফিডেভিট দাখিল করলেন মায়াবতী৷ উত্তরপ্রদেশ জুড়ে নিজের মূর্তি স্থাপন প্রসঙ্গে নিজের বক্তব্য জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল মূর্তি তৈরির সমস্ত টাকা ফেরত দিতে হবে সাধারণ মানুষকে৷ আদালতের এই নির্দেশের প্রেক্ষিতেই এবার নিজের বক্তব্য তুলে ধরে মায়াবতী জানান, যে সব মূর্তি তিনি গড়েছেন তা সাধারণ মানুষের ইচ্ছাতেই, তাঁদের স্বার্থেই৷ তাঁর কথায়, দলিতদের লড়াই ও জীবন সংগ্রামের প্রতীক হিসেবে তিনি এই মূর্তিগুলো তৈরি করেছেন। তাঁর বিরুদ্ধে যে জনগণের টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছে, তা একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করেন তিনি।
প্রসঙ্গত, ২০০৯ সালে শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়৷ যেখানে মায়াবতী সরকারের বিরুদ্ধে জনগণের টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে৷ প্রায় ২০০০ কোটি টাকা ব্যয় করে নিজের মূর্তি ও বসপার প্রতীক তৈরির অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে৷ মামলাকারীর অভিযোগ ছিল রাজ্য বাজেটে এই খাতে অর্থ বরাদ্দ করা হয় এবং এর মাধ্যমে দলের প্রচার করাই ছিল মায়াবতীর লক্ষ্য৷ আর রাজ্য বাজেট ব্যবহার করে কোনওভাবেই রাজনৈতিক প্রচার করা যায় না৷ মাসখানেক আগেই এই ইস্যুতে মায়াবতীর কাছ থেকে সাফাই চেয়েছিল সুপ্রিম কোর্ট৷ সেই সূত্রেই এই এফিডেভিট বলে জানা গেছে।