ছেলেবেলায় ঢাকুরিয়া লেক এ পার ও পার করতে গিয়েই ইংলিশ চ্যানেল সাঁতরে পার হওয়ার ইচ্ছেটা জেগে ছিল মনে। কিন্তু যতদিন গেছে সাঁতারু হওয়ার স্বপ্নটা ধীরে ধীরে ঝাপসা হয়ে গেছে। পরবর্তীতে রাজনীতির জগতে এসে আর সুযোগ হয়নি সেই স্বপ্নপূরণের। মঙ্গলবার প্রচার শেষে নিজের নির্বাচনী কেন্দ্রেরই এক সুইমিং পুলে নামতেই ছেলেবেলার স্বপ্নটা চোখ ছুঁয়ে গেল দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের।
সৌগত রায় দক্ষিণ দমদম পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়েছিলেন। প্রচার শেষ করে বেলা দশটা নাগাদ এমসি গার্ডেন রোডের একটি সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে পড়েন তিনি। জল থেকে উঠতেই তাঁকে ছেঁকে ধরেন সাংবাদিকরা। তিনি জানালেন ২০১৪ সালে শেষবার এই পুলে সাঁতার কেটেছিলেন। সৌগত রায় বলেন, “খুব ছোট থেকে সাঁতার কাটি। একটা সময় প্রতিদিন ঢাকুরিয়া লেক এ পার ও পার করতাম। আর স্বপ্ন দেখতাম ইংলিশ চ্যানেল পার হচ্ছি। পরে রাজনীতিতে এলাম। ও সব স্বপ্নও আর সত্যি হল না। তবে পৃথিবীর যে প্রান্তে যখনই জলে নেমেছি সেই স্বপ্লের কথা ঠিক মনে পড়ে গেছে। ভোটের প্রচারের সঙ্গে এর কোনও যোগই নেই। আমি তো প্রচার সেরেই এখানে এলাম”।