সোমবার দুপুরে জয়নগর লোকসভার তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে কুলতলি বি আর আম্বেদকর কলেজ মাঠে নির্বাচনী কর্মীসভায় আসেন মন্ত্রী ফিরহাদ হাকিম। সভায় মোদীর যাবতীয় ব্যর্থতা তুলে ধরে ফিরহাদ জানালেন, “অপদার্থ চৌকিদারই দেশকে শেষ করে দিল”।
সভামঞ্চ থেকে ফিরহাদ জানালেন, “বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর দিল্লিতে উচ্চারিত হবে কি না, এটাই এবারের ভোটের ইস্যু। তাই বাংলার মানুষকে এই ভোটে পরীক্ষা দিতে হবে। বলতে হবে, মমতা, তুমি এগিয়ে চলো”। মহানাগরিকের এই মন্তব্যে হাততালিতে ভরে যায় চারদিক।
বিজেপি–কে হুঁশিয়ারি দিয়ে ফিরহাদ বলেন, ‘মোটাভাই তুমিও বাংলায় আসবে না। তোমার নাগরিকপঞ্জিও বাংলায় আসবে না। এই বাংলা রামকৃষ্ণ, বিবেকানন্দ, নজরুলের সংস্কৃতি, কৃষ্টি বহন করে। বাংলায় সব ধর্ম একসঙ্গে চলে। এখানে ধর্মের নামে সুড়সুড়ি চলবে না। বাংলায় দাঙ্গা বাধানো যাবে না। মোদীর অচ্ছে দিনে বেকারত্ব বেড়েছে। জিএসটি–তে জিনিসের দাম বেড়েছে। এমন চৌকিদারি করেছে যে, নীরব মোদী–সহ অন্যরা ১৩ হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে। মোদীর হাতে দেশরক্ষার ভার। কিন্তু দেশ শেষ করে দিয়েছে অপদার্থ চৌকিদার।’
সভায় হাকিম বিজেপি–র সমালোচনায় মুখর হন। অসমে জাতীয় নাগরিকপঞ্জির নামে বাঙালি তাড়ানোর ঘটনার কথা স্মরণ করিয়ে তিনি বলেন, “৪০ হাজার বাঙালির নাম বাদ দেওয়া হল। আর তখন সিপিএম ও কংগ্রেস সামনে এসে কোনও প্রতিবাদ করল না। তারা মোদীর পেছনে লুকিয়ে রইল”।এই সভায় উপস্থিত ছিলেন প্রার্থী প্রতিমা মণ্ডল, তৃণমূলের জেলা সভাপতি সাংসদ শুভাশিস চক্রবর্তী, বিধায়ক সওকত মোল্লা, গোপাল মাঝি–সহ অন্যরা।