বাংলায় এসে পরপর বৈঠকে বসছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। গতকাল সব দলের প্রতিনিধি ও রাজ্যপ্রশাসনের সঙ্গে পর পর বৈঠক করে আজ ৮ জেলা প্রশাসনের সঙ্গে নিরাপত্তা নিয়ে ভিডিয়ো কনফারেন্স করেন তিনি। আর তারপরই জানিয়ে দেন যে বাংলায় প্রথম তিন দফা ভোটের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট তিনি।
রাজ্যের সব বুথকে স্পর্শকাতর ঘোষণা করেছি বিজেপি। সেই দাবিকে নস্যাৎ করে দিল বিবেক দুবে। উল্লেখ্য, প্রথম তিন দফাতে ভোট হবে রাজ্যের আট জেলায়। রাজ্যে সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে কুকাতায় এসেছেন রবিবার। আর সোমবার সকালেই তিনি বৈঠক করেন প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে। তারই ফাঁকে তিনি জানিয়ে দেন, বাংলার সব বুথ স্পর্শকাতর হতে পারেনা।