কন্যাশ্রী পেয়েছে আন্তর্জাতিক সাফল্য, বেকার যুবকদের চাকরির জন্য মমতা এনেছেন যুবশ্রী প্রকল্প, কেন্দ্রীয় রিপোর্টে ১০০ দিনের কাজে পরপর তিনবার বাংলার মুকুটে উঠেছে সেরার শিরোপা, সারা দেশের কাছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং রেশন ব্যবস্থায় সারা দেশের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে করে তুলেছেন রোল মডেল। এবার সোশ্যাল মিডিয়ায় গত সাত বছরে বাংলার উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ওই পোস্টে মমতা লেখেন, ‘আমি খুশির সঙ্গে জানাচ্ছি গত সাত বছরে বাংলার কিছু গুরুত্বপূর্ণ প্রাপ্তি, উন্নয়ন এবং আর্থিক ব্যবস্থাপনা হয়েছে। রাজ্যে পরিকল্পনা খাতে ব্যয় বেড়েছে ৬ গুণ। ২০১০-২০১১ সালে ছিল ১৪,৬১৫,১৬ কোটি। সেখান থেকে ২০১৮-২০১৯ হয়েছে ৮৫,৩২৮,৫৩ কোটি। মূলধন এবং সামাজিক সম্পদ সৃষ্টির পরিমাণ বেড়েছে প্রায় ১১ গুণ। ২০১০-২০১১ সালে ২,২২৫,৭৫ কোটি থেকে ২০১৮-২০১৯ এ বেড়ে হয়েছে ২৫,২৮৭,২০ কোটি। রাজ্যের নিজের ট্যাক্স রেসিও বেড়েছে তিন গুন। ২০১০-২০১১ সালে ছিল ২১,১২৮,৭৪ কোটি থেকে ২০১৮-২০১৯ সালে হয়েছে ৬২,৭৪৬,৫৮ কোটি। গত বছর ট্যাক্স সেটলমেন্ট ডিসপুট স্কিমের কথা বলেছিলাম। ৩১ মার্চ ২০১৯ এর মধ্যে প্রায় ২৯,০০০ কেস মিটে গেছে। চলতি বছর অর্থাৎ ২০১৯-এ রাজস্ব সংগ্রহ বেড়েছে ৭৫৪ কোটি’।
দেশের মানচিত্রে বাংলাকে আরও শাক্তিশালী করে তোলার লক্ষ্যেই গত কয়েক বছর ধরে কাজ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের প্রাক্কালে সোশ্যাল মিডিয়ার পোস্টে সেই উন্নয়নেরই খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।