কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে আইপিএলে অভিষেক হল বাংলার উদীয়মান লেগস্পিনার প্রয়াস রায়বর্মণের। আইপিএলের ১২ বছরের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে রবিবার অভিষেক হল প্রয়াসের। তাঁর বয়স ১৬ বছর ১৫৭ দিন।রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেললেন প্রয়াস।
শুরুটা কিন্তু দারুণ ভাবেই করেছিলেন প্রয়াস। সানরাইজার্স হায়দরাবাদের দুই ওপেনার তখন ঝড় তুলেছেন। পাওয়ার প্লে শেষ হওয়ার পরেই কনিষ্ঠতম সদস্যকে আক্রমণে নিয়ে এলেন কোহালি। সঙ্গে সঙ্গে ধারাভাষ্য দিতে গিয়ে গাওস্করের মন্তব্য, ‘‘একদম ঠিক কাজ করেছে অধিনায়ক কোহালি। পাওয়ার প্লে শেষ হয়ে যাওয়ায় ফিল্ডিংটা এখন ছড়ানো যাবে।’’ প্রথম ওভারটা দারুণ বল করে মাত্র ছয় রান দিয়েছিলেন প্রয়াস। তা দেখে আরও উচ্ছ্বসিত হলেন গাওস্কর। ইংল্যান্ডের প্রাক্তন তারকা ব্যাটসম্যান পিটারসেন বার বার বলছিলেন, ‘‘মাত্র ষোলো বছর বয়স ছেলেটার! এমন একটা হাইভোল্টেজ ম্যাচে খেলছে। আমি তো ভাবতেই পারছি না।’’ আরসিবি কোচ গ্যারি কার্স্টেন বললেন, ‘‘শেষ মুহূর্তে আমরা ঠিক করি, ওকে খেলাব। প্রথম ম্যাচেই এমন ধুন্ধুমার ব্যাটিংয়ের সামনে পড়লে আর কী করা যাবে!’’
অভিষেকে রেকর্ড গড়লেও এ ম্যাচ সম্ভবত ভুলতে চাইবেন প্রয়াস। হায়দরাবাদে ৪ ওভারে দিয়েছেন ৫৬ রানে। ব্যাট হাতে ২৪ বলে ১৯ রান। মেরেছেন দুটি বাউন্ডারি। যদিও তাঁর টিম আরসিবি শেষ পর্যন্ত হারল। কেন এ দিন প্রয়াসকে খেলাল আরসিবি? টসের সময় ক্যাপ্টেন বিরাট কোহলি বলেছেন, ‘উইকেট একটু স্লো বলে মনে হচ্ছে। সে জন্যই আমরা নভদীপ সাইনির বদলে প্রয়াস রায় বর্মণকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছি।’
একটা ম্যাচে মার খাওয়াটাকে বড় করে দেখতে নারাজ বাংলার অনূর্ধ্ব ২৩ টিমের কোচ ও প্রাক্তন স্পিনার সৌরাশিস লাহিড়ি। প্রয়াসকে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। মুম্বইয়ে এই মুহূর্তে বাংলায় আইপিএলের ধারাভাষ্য দিচ্ছেন সৌরাশিস। সেখান থেকে ফোনে বললেন, ‘খুব দৃঢ় মনের ছেলে প্রয়াস। আমি জানি, একটা ম্যাচে ভেঙে পড়বে না। মনে রাখবেন, আইপিএলে রশিদ, ভুবনেশ্বররাও ওভারে ১০ রানের বেশি দিয়েছে। প্রয়াস কিন্তু চারটে ওভারেই মার খায়নি। উল্টো দিকে আবার ওয়ার্নার-বেয়ারস্টো। প্রয়াস ভবিষ্যতে যে ওভারগুলো ভালো বল করেছে, সেগুলোকেই মনে রেখে বোলিং করতে নামুক।’