দলীয় সভা থেকেই বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল অমিত শাহকেই চ্যালেঞ্জ করলেন। অনুব্রত বলেন, “বীরভূম থেকে যদি অমিত শাহ দাঁড়ান তবে পাঁচ থেকে ছয় লক্ষ ভোটে হারাবেন”। এই কথায় দলীয় সভায় উপস্থিত সকল কর্মীরা উচ্ছসিত হন এবং সঙ্গে সঙ্গে হাতে তালি দিতে শুরু করেন।
অনুব্রত এদিন নরেন্দ্র মোদীকে বীরভূমের লোক নিয়ে সভা করার চ্যালেঞ্জ জানান। বলেন, মোদীজী যদি তা করতে পারেন তাহলে তিনি রাজনীতি থেকে বিদায় নেবেন। এই প্রসঙ্গেই তিনি অমিত শাহকে চ্যালেঞ্জ জানান বীরভূম থেকে লড়বার জন্য। তিনি বলেন, এই জেনারেল সিটে দাঁড়ালে ৬ লক্ষ ভোটে হারবেন অমিত শাহ।
দলীয় সভা থেকে বিজেপি-কে কটাক্ষ করে অনুব্রত মণ্ডল বলেন, জন্ডিসে ভুগছে বিরোধীরা। জন্ডিস ভীষন বাজে একটা রোগ সব শুকিয়ে যায়। এই বক্তব্যের পর সভায় আবারও হাততালির রোল ওঠে। ঠিক এরপরেই অনুব্রত মণ্ডলকে রাজ্যে অমিত শাহের টার্গেট নিয়ে প্রশ্ন করা হয়। তখন বীরভূম তৃণমূল জেলা সভাপতি বলেন, “পাগলের প্রলাপ। অনেক মোটা লোক তো, কখন কী বলেন জানেন না। যখন গ্যাস হয়ে যায় তখন ভুলভাল কথা বলেন তিনি”। বিরোধীদেরও সুস্থতা কামনা করছেন অনুব্রত মণ্ডল।