আন্দামান বরাবরই ভূমিকম্প প্রবণ এলাকা। দিনে দু থেকে তিনবার কম্পন অনুভূত হওয়ায় খুব অদ্ভুত কোনও ব্যাপার নয়। কিন্তু এবার একই দিনে ৯ বার কেঁপে উঠল আন্দামান। তাও আবার মাত্র ২ ঘন্টার মধ্যে
সোমবার ভোর ৫টা ১৪ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪.৯। এর কয়েক মিনিটের মধ্যেই ফের কেঁপে ওঠে আন্দামান। রিখটার স্কেলের দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৫। শেষ কম্পন অনুভূত হয়েছে সকাল ৬টা ৫৪ মিনিটে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.২। এর আগে এত কজম সময়ের মধ্যে এতবার কখনও কেঁপে ওঠেনি আন্দামান।
পরিসংখ্যান বলছে, গত কয়েক সপ্তাহে মাঝে মাঝেই দিনে ২-৩ বার কম্পন অনুভূত হয়েছে আন্দামানের বিভিন্ন অংশে। গত ২৩ মার্চও ভূমিকম্প হয়েছিল আন্দামানে। ভূ-গর্ভের ৬০ কিলোমিটার অভ্যন্তরে ছিল কম্পনের উৎসস্থল। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৫.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তরফে জানানো হয় ২৩ মার্চ বিকেলে ৫টা ৪০ মিনিটে অনুভূত হয় এই কম্পন। তবে মাঝারি মাপের কম্পন হওয়ায় সে ক্ষেত্রেও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিশ্বের বিভিন্ন ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অন্যতম। কিন্তু দু’ঘণ্টার মধ্যে এ ভাবে পর পর টানা ৯ বার কম্পন অনুভূত হওয়ায় বড়সড় ভূমিকম্প কিংবা অন্য কোনও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
তবে সব কম্পনের মাত্রাই ছিল মাঝারি। রিখটার স্কেলে ধরা পড়েছে ৪.৭ থেকে ৫.২-এর মধ্যেই ছিল কম্পনের তীব্রতা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তরফে জানানো হয়েছে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।