ফের ভোটের মুখে জঙ্গলমহল থেকে কেন্দ্রীয় বাহিনী সরানো নিয়ে নতুন মোড় নিল কেন্দ্র-রাজ্য সংঘাত। রাজ্যের আপত্তি সত্বেও বাহিনী ফেরত চেয়ে ফের চিঠি পাঠাল কেন্দ্র। এনিয়ে তীব্র ক্ষোভ জানায় নবান্ন।
ভোটের কাজে জঙ্গলমহল থেকে ৩৫ বাহিনী সরাতে চেয়ে রাজ্য সরকারকে চিঠি দেয় কেন্দ্র। মার্চ মাসের মাঝামাঝি ওই চিঠি পেয়েই প্রতিবাদ করে রাজ্য সরকার। নবান্নর যুক্তি ছিল জঙ্গলমহল থেকে কেন্দ্রীয় বাহিনী সরিয়ে নিলে পাশের রাজ্য থেকে মাওবাদীরা রাজ্যে ঢুকে পড়তে পারে।
রাজ্য সরকার চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানায় মাওবাদীরা রাজ্যে ঢুকে আইনশৃঙ্খলায় ব্যাঘাত ঘটাতে পারে। ভোটের মুখে তাই বাহিনী সরানো চলবে না। সেই চিঠির কোনও উত্তর এখনও পর্যন্ত রাজ্য সরকারের কাছে আসেনি। বরং বাহিনী সরাতে চেয়ে ফের চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এতে ফের নিজেদের আপত্তির কথা জানিয়ে চিঠি দিয়েছে রাজ্য।
এদিকে, রবিবার কলকাতায় আসছেন স্পেশাল পুলিস অবজার্ভার বিবেক দুবে। সূত্রের খবর, বাহিনী সম্পর্কে খোঁজখবর নেবেন তিনি। প্রসঙ্গত, কে কে শর্মাকে সরিয়ে তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হন বিবেক দুবে।
