চলতি মরশুমের আইপিএলে ঘরের মাঠে আবার জয়ে ফিরল পাঞ্জাব। গেইল-মিলাররা মুম্বাইকে ৮ আউটেকে হারাল। মুম্বাই ইন্ডিয়ানস গত ম্যাচে জয়লাভ করলেও এই ম্যাচে পাঞ্জাবের কাছে হার মানল। ১৭৭ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই মোহালিতে উঠল গেইল ঝড়। ২৪ বলে ৪০ করে গেইল আউট হন। এরপর কেএল রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল জুটি পাঞ্জাবকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেয়। তবে কেএল রাহুল আগের দুটি ম্যাচে বড় রান পেলেও এদিন অপরাজিত হাফসেঞ্চুরি করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ৮ বল বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব।
এদিন টস জিতে প্রথমে মুম্বাইকে ব্যাট করতে পাঠান পাঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। শুরুটা ভালোই করেন দুই ওপেনার কুইন্টন ডি’কক এবং রোহিত শর্মা। ওপেনিং জুটিতে ৫১ রান আসে। রোহিত ৩২ রানে আউট হয়ে যান কিন্তু ডি’কক ৬০ রান করে মুম্বাইয়ের জেতার আশা কিছুটা বাড়ালেও শেষ রক্ষা হল না। উল্লেখ্য, ঘরের মাঠের পাঞ্জাবের ম্যাচ দেখার জন্য শনিবার মোহালিতে উপস্থিত ছিলেন প্রীতি জিন্টা।