উন্নয়নের নিরিখে আবারও মমতার বাংলার কাছে হারল কেন্দ্র৷ স্বয়ং কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের তথ্য জানাচ্ছে সাংসদ তহবিলের টাকা খরচের শীর্ষে পশ্চিমবঙ্গ৷
৫৪৩ জন সাংসদের মধ্যে মাত্র ৩৫ জন সাংসদই তাঁদের তহবিলের টাকা এলাকার উন্নয়নের জন্য খরচ করতে পেরেছেন। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বাকি ৫১৯ জন সাংসদ তাঁদের তহবিলের টাকা খরচ করেননি।
কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের তথ্য বলছে সবচেয়ে বেশি সাংসদ তহবিলের টাকা খরচ হয়েছে তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গে। ৩৪ জন সাংসদের মধ্যে অধিকাংশ তৃণমূল সাংসদই তাঁদের তহবিলের টাকা খরচ করে ফেলেছেন। রাজনৈতিক মহল মনে করছে এটা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের ফলশ্রুতি।
কিন্তু দেশের এই ৫১৯ জন সাংসদই কী তাহলে তাঁদের তহবিলের টাকা এলাকার উন্নয়নে ব্যবহার করেননি। দেশের অধিকাংশ রাজ্যই কিন্তু বিজেপির শাসনে রয়েছে। তাহলে মোদির ভাষায় উন্নয়নের জোয়ার বয়েছে কোন রাজ্যে? আর এখানেই মোদীকে ফের হারালেন মমতা৷ আবারও টেক্কা দিলেন তাঁকে৷
রিপোর্টে আরও একটি যে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তাতে জানা গিয়েছে, এই তালিকায় সবচেয়ে পিছনে রয়েছে মোদির রাজ্য গুজরাট। মাত্র দু’জন সাংসদ তাঁদের তহবিলের টাকা খরচ করেছেন। নীতীশের বিহারের দশা তো আরও করুন। মাত্র একজন সাংসদ তাঁর সহবিলের টাকা খরচ করেছেন এখানে। মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, রাজস্থানের অবস্থাও এক। রাজ্যে যে উন্নয়নের কাজ হয়েছে তা স্বীকার করেছেন বিরোধীরাও৷