চৌকিদার সেজে দাঁড়িয়ে আছে অনেকে। কিন্তু এদের মধ্যেই একজন চোরও আছে। চৌকিদারের বেশে। তাকেই খুজে বের করতে হবে। এমনই একটি মজার গেম নিয়ে এল কংগ্রেস। এই গেম সামনে আসতেই আলোড়ন পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
রবিবার সকালে কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট থেকে করা পরপর কয়েকটি পোস্টের থিম ছিল চোর, চৌকিদার এবং নরেন্দ্র মোদী। প্রথম টুইটে ছিল একটি বৃত্তাকার ধাঁধার কেন্দ্রে রাখা আছে ২০০০ টাকার বেশ কিছু বান্ডিল। আর তাই বাইরে এই টাকা পাহারা দিচ্ছেন তিন চৌকিদার। এই ছবি পোস্ট করেই কংগ্রেসের প্রশ্ন, ‘একজন চৌকিদারই চোর, তাঁকে চিনে নিন।’ তিন নিরাপত্তারক্ষীর মধ্যে একজনের গোঁফ সাদা। তাঁর মুখের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখের আদল বেশ স্পষ্ট। তাই বুঝতে অসুবিধে হওয়ার কথা নয়, কাকে লক্ষ্য করে কংগ্রেসের এই টুইট।
এর পরই আরও একটি টুইট করে কংগ্রেস। সেখানেও বহু চৌকিদারের মধ্যে থেকে একজন চোরকে খুঁজে নেওয়ার প্রশ্ন করা হয়। সেখানেও বাকি চৌকিদারদের থেকে এক জনের মুখের আদল আলাদা। সাদা গোঁফের এই ব্যক্তি কে, তা বুঝে নিতে খুব একটা কষ্ট হওয়ার কথা নয়।
দেশের দুর্নীতি রোধ করতে এবং দেশ থেকে কালো টাকা দেশের বাইরে যাওয়া আটকাতে তিনি সদা তৎপর । নিজেকে এই জন্য দেশের চৌকিদার বলে প্রচার করে থাকেন নরেন্দ্র মোদী । অন্য দিকে রাফাল দুর্নীতি, কালো টাকা উদ্ধারে ব্যর্থতা এবং একের পর এক ঋণখেলাপির দেশের বাইরে চলে যাওয়ার ঘটনা সামনে এনে তাঁকে ‘চৌকিদারই চোর হ্যায়’ বলে কটাক্ষ করে চলেছে কংগ্রেস। সেই বিষয়টিই ধরা হয়েছে কংগ্রেসের এই গেমে।
