তিনি অমিত শাহের পত্নী। এটাই তাঁর পরিচয়। আর এই পরিচয়েই তাঁর সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে হু হু করে। এমনকী সেটা অমিত শাহের থেকেও বেশী। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের স্ত্রীর সম্পত্তির মোট পরিমাণ বর্তমানে ৩৮.৮১ কোটি টাকা। ২০১২ সালে যা ছিল ১১.৭৯ কোটি টাকা। অর্থাৎ মাঝের সাত বছরে সম্পত্তির পরিমাণ তিন গুণ বৃদ্ধি পেয়েছে। অমিত শাহের নির্বাচনী হলফনামা থেকে পাওয়া গেছে এই তথ্য।
গান্ধীনগর লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন দিয়েছেন বিজেপি সভাপতি। নির্বাচনী হলফনামায় দেখা যাচ্ছে সাত বছরে অমিত শাহর সম্পত্তি বেড়েছে ৩ গুণেরও বেশি। ২০১২ সালে গুজরাটের বিধানসভা নির্বাচনে লড়াই করার সময় অমিত শাহ নিজের পারিবারিক সম্পত্তি দেখিয়েছিলেন ১১ কোটি ৭৯ লক্ষ টাকা। বর্তমানে তাঁর পারিবারিক সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছে ৩৮ কোটি ৮১ লক্ষ টাকা। অর্থাৎ গত সাত বছরে বিজেপি সভাপতির সম্পত্তি ৩ গুণেরও বেশি বেড়েছে। তাঁর রোজগারের উৎস হিসেবে দেখানো হয়েছে, সাংসদ হিসেবে পাওয়া বেতন, সম্পত্তি থেকে পাওয়া ভাড়া এবং কৃষিক্ষেত্রে আয়। তাছাড়া অমিত শাহর ছেলে জয় শাহ ২০১২ সালে পুরোপুরি বাবার উপর নির্ভরশীল ছিলেন। এখন তিনি স্বাবলম্বী, এবং তাঁর সম্পত্তি বৃদ্ধি নিয়েও জোরদার বিতর্ক চলেছে জাতীয় রাজনীতিতে।
কদিন আগেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সম্পত্তি বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ প্রশ্ন তোলেন, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত মাত্র ১০ বছরে ৪৪ লক্ষ টাকা থেকে রাহুল গান্ধীর সম্পত্তির পরিমাণ কী করে ৯ কোটি টাকা হল? কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে রাহুল গান্ধীর থেকে অনেকটাই বিত্তশালী বিজেপি সভাপতি। সোশ্যাল মিডিয়ায় এবার পালটা অমিত শাহ এবং তাঁর স্ত্রীর সম্পত্তি বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলছে কংগ্রেস।
