কিছুদিন আগেই মুগ্ধা আগ্রেকে হারিয়ে ইন্ডিয়ান ওপেনে সহজ জয় পেয়েছিলেন সিন্ধু৷ এবার ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনের সেমিফাইনালে উঠলেন পি ভি সিন্ধু৷ হারালেন মিয়া ব্লিশফেন্টকে৷
গতকাল ডেনমার্কের মিয়া ব্লিশফেন্টের বিরুদ্ধে তাঁকে লড়াই করে জিততে হয়েছে। সিন্ধুর পক্ষে ফল ২১-১৯, ২২-২০। জয়ের পরে ভারতীয় তারকা বলেন, ‘‘আরও আগে ম্যাচ শেষ করা উচিত ছিল। প্রচুর ভুল করেছি। সেমিফাইনালে হে বিংজিয়াওয়ের সঙ্গে খেলতে হবে। কঠিন ম্যাচ। ও কখন কী করবে বোঝা যায় না। আমাকে ধৈর্য ধরে খেলতে হবে।’’
সেমিফাইনালে উঠলেন আরও দুই ভারতের তারকা৷ কিদম্বি শ্রীকান্ত ও পারুপল্লি কাশ্যপ৷ সেমিফাইনালে উঠে কাশ্যপ বলেছেন, ‘‘শেষ চারে যাব এই বিশ্বাসটাই চলে গিয়েছিল। আজ জিতে আমি খুবই খুশি। ফিটনেস নিয়ে সমস্যা থাকায় অতীতে বারবার মার খেয়েছি। তবে এখানে এখনও কোনও সমস্যায় পড়িনি”৷কোনও বড় প্রতিযোগিতায় প্রায় চার বছর পরে সেমিফাইনালে উঠলেন কাশ্যপ। হারিয়েছেন চিনা তাইপেইয়ের ওয়াং শু ওয়েইকে ২১-১৬, ২১-১১ ফলে।
মরসুমে বেশির ভাগ প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছেন শ্রীকান্ত। দিল্লিতে শুক্রবার অবশ্য বি সাই প্রণীতকে হারিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করলেন। ৬২ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীকান্ত জেতেন ২১-২৩, ২১-১১ ও ২১-১৯ ফলে৷