লোকসভা নির্বাচন শুরু হতে বাকি আর মাত্র ১২ দিন। ভোটের ঠিক দোরগোড়ায় গোটা দেশজুড়েই বইছে বিজেপি বিরোধী হাওয়া। এরই মধ্যে হাওয়া আরও গরম করে এই লোকসভা ভোটে বিজেপিকে পরাস্ত করার জন্য দেশবাসীকে আহ্বান জানালেন ভারতীয় চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ১০০-র বেশি বিশিষ্ট নাগরিক। চলচ্চিত্র প্রযোজকদের একটি ওয়েবসাইটে এই আবেদন করে পোস্ট দেওয়া হয়েছে। তাঁদের বক্তব্য, গণতন্ত্র রক্ষার জন্য একজোট হয়েছেন তাঁরা।
এঁদের মধ্যে রয়েছেন ভেত্রী মারান, আনন্দ পট্টবর্ধন, সনলকুমার শশীধরণ, সুদেবন, দীপা ধনরাজ, গুরবিন্দর সিংহ, পুষ্পেন্দ্র সিংহ, কবীর সিংহ চৌধুরী, অঞ্জলি মন্টিয়েরো, প্রবীণ মোরছালে, দেবাশিষ মখিজা, আশিক আবু, ফিল্ম সম্পাদক বীণা পাল প্রমুখ। এই ছবি নির্মাতাদের মধ্যে বেশিরভাগ জনই স্বাধীনভাবে ছবি তৈরি করেন। তাঁদের বিবৃতি, দেশ এখন সব থেকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। যে বিচিত্র ও বিবিধ সংস্কৃতি দেশকে বরাবর ঐক্যবদ্ধ করেছে, তা এখন সঙ্কটের মুখে। তাই আগামী লোকসভা ভোটে আমরা বুদ্ধির সঙ্গে সরকার নির্বাচন না করি তাহলে ফ্যাসিজম তার সর্বশক্তি দিয়ে আমাদের গ্রাস করবে। দেশে মেরুকরণ ও ঘৃণার রাজনীতি চলছে, গোরক্ষার নামে হিংসায় প্রশ্রয় দেওয়া হচ্ছে, দলিত, মুসলমান ও কৃষকদের পিঠ দেওয়ালে গিয়ে ঠেকেছে ও সেন্সরশিপের বাড়াবাড়ি চলছে বলে তাঁদের অভিযোগ।
যখন থেকে বিজেপি সরকারে এসেছে, সব কিছু বদলে গিয়েছে ও পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হচ্ছে, এই দলের কোনও বিষয়ে কেউ সামান্য অসম্মতি জানালেও তাঁকে দেশদ্রোহী দাগিয়ে দেওয়া হচ্ছে বলে এই ফিল্ম নির্মাতারা দাবি করেছেন। তাই তাঁদের অনুরোধ, এই ‘ক্ষতিকর’ সরকারের ফের ক্ষমতায় ফিরে আসা রুখতে ভোটাররা তাঁদের সমস্ত ক্ষমতা প্রয়োগ করুন। এমন দল ক্ষমতায় আসুক যারা দেশের সংবিধান মেনে চলে ও সবরকম সেন্সরশিপ বাতিল করে। এই বক্তব্য রেখে বিবৃতি শেষ করেছেন তাঁরা। চলচ্চিত্রকর্মীদের এই বিবৃতি যে ভোটের মুখে বিজেপির অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে, তা বলাই বাহুল্য।