লোকসভা নির্বাচন উপলক্ষে আদর্শ আচরণ বিধি লাগু হওয়া সত্ত্বেও ‘মিশন শক্তি’ নিয়ে ভাষণ দিয়ে কমিশনের নজরে পড়েছিলেন নরেন্দ্র মোদী। এবার টিভি চ্যানেলে ‘বিশেষ সাক্ষাৎকার’ দেওয়ায় ফের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ উঠল।
এই নিয়ে নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছে আম আদমি পার্টি। সেই চিঠিতে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডর অভিনন্দন বর্তমানকে নিয়ে কথা বলার অভিযোগ তুলেছে আপ। অভিনন্দন কেবল সাহসে ভরসা করে পাকিস্তানের এফ-১৬ বিমানকে ধ্বংস করে সীমান্তের ওপারে গিয়ে পড়েছিলেন। কিন্তু তাঁর এই বীরত্বের ফায়দা মোদী তোলার চেষ্টা করছেন বলে অভিযোগ করা হয়েছে। যা সরাসরি নির্বাচনী বিধি ভঙ্গ করে। আম আদমি পার্টি এই অভিযোগ পত্রে কমিশনেরই একটি নির্দেশনামা তুলে ধরেছে। সেই নির্দেশনামায় কমিশন সতর্ক করেছে, কোনও রাজনৈতিক দলের নেতারা সেনাবাহিনীর প্রসঙ্গ টানতে পারবেন না নির্বাচনী প্রচারে। অথচ মোদী সেটাই করেছেন। এই দাবি তুলে কমিশনের দ্বারস্থ হয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছে আপ।
অন্যদিকে দিল্লির রাজনৈতিক ময়দানে জোট ভেস্তে গেলেও মোদী ও রাহুল কাউকেই রেয়াত করছেন না অরবিন্দ কেজরিওয়াল। দুই শীর্ষ নেতাই রাজধানী দিল্লীর জন্য কিছুই করেননি, ফলে তাদের ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়ে দিল্লীবাসীর কোনও লাভই হবে না। ওখলার একটি প্রচার সমাবেশে হুঙ্কার ছাড়েন কেজরি। প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষের সুরে তোপ দেগে কেজরিওয়াল বলেন, ‘আমাদের সমাজের সাম্প্রদায়িক সম্প্রতি ধ্বংস করে দিয়েছেন মোদী। মানুষের মনে তিনি বিষ ঢেলেছেন। ওঁকে ফিরিয়ে আনার ভুল করবেন না’। কেজরি আরও বলেন, ‘দিল্লী পুলিশকে আমাদের সামলাতে দিন। আপনি বরং পাকিস্তানের কথা ভাবুন। আপনি পাকিস্তানের সঙ্গে পেরে উঠছেন না আর দিল্লী সামলাবেন?
