সন্ত্রাসে অর্থ যোগানের বিরুদ্ধে এই প্রথম কড়া বার্তা দিল রাষ্ট্রপুঞ্জ। ফ্রান্সের তৈরি প্রস্তাবের খসড়ায় সিলমোহর দিল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। সদস্য দেশগুলিকে রাষ্ট্রপুঞ্জের নির্দেশ, সন্ত্রাসে সরাসরি অর্থ দেওয়া বা অর্থনৈতিক সাহায্য করার বিরুদ্ধে কঠোর আইন তৈরি করতে হবে, যাতে এই প্রচেষ্টাকে ‘মারাত্মক ফৌজদারি অপরাধ’ হিসেবে গণ্য করা এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা যায়।
নিরাপত্তা পরিষদের এই প্রস্তাবকে সমর্থন জানানোর পাশাপাশি পাশ হওয়ার পরই স্বাগত জানিয়েছে ভারত। একই সঙ্গে নাম না করেও পাকিস্তানকে ‘ধারবাহিক অপরাধী’ বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন। সন্ত্রাসে অর্থ জোগানের বিরুদ্ধে তথ্য সংগ্রহ ও তদন্তের কাজ করে নিরাপত্তা পরিষেদর ফাইনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফ। আকবরউদ্দিন বলেন, ‘টাস্ক ফোর্স এবার নয়া এই প্রস্তাব অনুসারে বিশ্বের ৫০টিরও বেশি দেশের উপর চাপ তৈরি করতে পারবে কড়া আইন প্রণয়নের জন্য’।
কিন্তু এর পরও পাকিস্তান সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা বন্ধ করবে। সন্দেহটা কাটছে না। এবং সেই আশঙ্কাই উঠে এসেছে আকবরউদ্দিনের কথায়। রাষ্ট্রপুঞ্জে তিনি বলেন, ‘এর পরও সন্ত্রাসবাদীরা নতুন নতুন কৌশলের মাধ্যমে অর্থ জোগাড়ের চেষ্টা করে আইন ভাঙবে। যে সব রাষ্ট্র সন্ত্রাসবাদীদের কাছে হাত জোড় করে থাকে, তারা নিজেদের সক্রিয়তা বা নিষ্ক্রিয়তার অজুহাত খুঁজতে থাকবে। যা ধারাবাহিক অপরাধী দেশগুলি আগেও করে এসেছে। দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি’।
