‘বারবার টাকা দিয়ে আমাদের সঙ্গে নেওয়ার চেষ্টা করছিল বিজেপি’। এমনই অভিযোগ তুললেন জেডিএস প্রধান দেবগৌড়া। তিনি জানিয়েছেন, তাঁর ছেলে তথা বর্তমানে কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীকে টাকা দিয়ে সঙ্গে নেওয়ার চেষ্টা করা হয়েছিল।
গত কয়েকদিন ধরে কর্ণাটকের বিভিন্ন নেতা-মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়েছেন ইনকাম ট্যাক্সের আধিকারিকরা। যে ঘটনাকে রাজনৈতিক মদতপ্রাপ্ত বলে উল্লেখ করা হয়েছে। এরপরই এমন মন্তব্য করলেন দেবগৌড়া। দেবগৌড়া জানান, ২০১৮ বিধানসভা নির্বাচনের আগে কুমারস্বামীকে মুম্বইতে ডেকে পাঠিয়েছিল বিজেপি। কিন্তু দেবে গৌড়ার অবস্ধান জেনেই সেই ফাঁদে পা দেননি কুমারস্বামী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিজেপির সঙ্গে হাত মেলাতে রাজি নন তাঁর বাবা।
প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া আরও বলেন, ‘বিজেপি বুঝেছিল যে জেডিএসের সাহায্য ছাড়া সরকার গঠন সম্ভব নয়’। সেই সাহায্য মেলেনি বলেই এবার জেডিএস-কে টার্গেট করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। দেবগৌড়া আরও জানান যে, দু’বছর আগে অমিত শাহের সঙ্গে দেখা করতে রাজি হননি তিনি। তাঁর বাড়িতে আসতে চেয়েছিলেন তিনি। কিন্তু দেবগৌড়া সাফ জানিয়ে দিয়েছিলেন যে, এটা সম্ভব নয়। প্রসঙ্গত, গতকাল ৬ জায়গায় তল্লাশি চালানো হয়েছে কর্নাটকে।
