হাতে আর দু’সপ্তাহও বাকি নেই। একেবারে দোরগোড়ায় লোকসভা নির্বাচন। কিন্তু এরইমধ্যে বাংলা-সহ দেশের বিভিন্ন প্রান্তেই বিজেপির বিরুদ্ধে নির্বাচনের আদর্শ আচরণবিধি ভঙ্গের একগুচ্ছ অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। যা নিয়ে নড়েচড়ে বসেছে কমিশন। এবার আর বিজেপিকে রেয়াত না করে নির্বাচনী বিধিভঙ্গের অপরাধে গ্রেফতার করা হল বিজেপি বিধায়ক দিলীপ সিং পারিহার এবং অন্য আরেক বিজেপি নেতাকে। বৃহস্পতিবারই জেলে পাঠানো হয় তাঁদের৷ যা নিয়ে অস্বস্তিতে গেরুয়া শিবির।
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে বিধানসভা নির্বাচনেও, পারিহার এই অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন৷ নির্বাচন কমিশন থেকে তাঁকে সতর্কও করা হয়েছিল৷ আর ২৩ মার্চ ফের একবার বিধি ভঙ্গ করলেন তিনি৷ জানা গেছে, ওই বিধায়ক এবং দলের কয়েকজন সমর্থক একটি বাইক র্যালি এবং আতসবাজির প্রদর্শনী করেন৷ প্রশাসনের কোনওরকম অনুমতি ছাড়াই মান্দসোর লোকসভা কেন্দ্র থেকে বর্তমান সাংসদ সুধীর গুপ্তার পুনরায় টিকিট পাওয়াতে সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল৷
এরপরই পুলিশের কাছে এফআইআর দায়ের করে নির্বাচন কমিটির ফ্লাইং স্কোয়াড৷ পারিহার এবং আরও চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়৷ অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ওই বিধায়ককে গ্রেফতার করা হয়৷ আগামী ৫ এপ্রিল পর্যন্ত জেলেই থাকবেন তিনি এবং আরও এক কর্মী৷ তবে শুধু পারিহারই নয়, আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও। যা নিয়ে আজ তাঁদের সিদ্ধান্ত জানাবে কমিশন।