ঘটনার সূত্রপাত গত ১৪ ফেব্রুয়ারি থেকে। পুলওয়ামাতে আকস্মিক জইশ জঙ্গীর আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছিলেন ৪৪ জন জওয়ান। তারপর থেকেই উত্তপ্ত সীমান্ত। আজ শোপিয়ান, কুপওয়ারা, বদগাম, জম্মু-কাশ্মীরের বিভিন্ন প্রান্তে গত ২৪ ঘণ্টায় দুই জইশ জঙ্গী-সহ ৬ জঙ্গিকে খতম করল সেনা।
পারিগামের বসতি এলাকায় বেশ কয়েক জন জঙ্গি আত্মগোপন করে আছে, গোপন সূত্রে খবরটা এসেছিল সেনার কাছে। তারপরেই সিআরপিএফ-সেনার যৌথবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। সেনারা মোট ৬ জঙ্গীকে নিকেশ করেছে আজ। । অভিযান চলাকালীন জঙ্গিরা একটি বাড়ির ভিতর থেকে যৌথবাহিনীকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুড়তে শুরু করে।
সংঘর্ষ চলাকালীনই দুই জঙ্গি নিহত হয়। এই সংঘর্ষে পাঁচ জওয়ানও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দুই জঙ্গির দেহ উদ্ধার করেছে সেনা। তাদের কাছ থেকে মার্কিন স্নাইপার, অ্যাসল্ট রাইফেল-সহ প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। সেনার এক সূত্রের খবর, নিহত দুই জঙ্গি জইশ গোষ্ঠীর। তাদের মধ্যে এক জন বিদেশি।