আলিপুরদুয়ারের সভা থেকে একাধিক ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। তার এক ঘণ্টার মধ্যেই পুরুলিয়ার জনসভা থেকে সেই সব অভিযোগের জবাব দিয়ে বিজেপি-কে পাল্টা বিঁধলেন যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাফ বললেন, ‘যারা দুর্গা পুজোতে ইনকাম ট্যাক্স লেলিয়ে দেয় তাদের মুখে হিন্দু ধর্ম শুনব না’।
শুক্রবার দুপুরে পুরুলিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৃগাঙ্ক মাহাতোর সমর্থনে সভা করেন অভিষেক। সেখানে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে অভিষেক বলেন, ‘বিজেপি-র মুখে হিন্দু ধর্মের কথা মানায় না। ওরা বাংলার বিরুদ্ধে। তাই আমাদের দুর্গাপুজোর উদ্যোক্তাদের পিছনে ইনকাম ট্যাক্সকে লেলিয়ে দেয়’। তাঁর প্রশ্ন, ‘কই ওদের কুম্ভ মেলায় তো ইনকাম ট্যাক্স যায় না! মহারাষ্ট্রে এত গণেশ পুজো হয়। সেখানে তো ইনকাম ট্যাক্স হানা দেয় না! ওদের যত ঝাল বাংলার উপর’। একই সঙ্গে ডায়মন্ড হারবারের সাংসদ তথা এ বারের তৃণমূল প্রার্থী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মের জন্য যা করেছেন, ভারতবর্ষের কোনও মুখ্যমন্ত্রী এই কাজ করতে পারেননি। এক, দুই তিন করে দক্ষিণেশ্বর, তারকেশ্বর, তারাপীঠ—সহ একাধিক হিন্দু তীর্থস্থানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কী কী উন্নয়ন করেছেন তার ফিরিস্তি দেন সভা থেকে।
বিজেপির বিরুদ্ধে বাঙালি বিদ্বেষের অভিযোগ তুলে অভিষেক বলেন, ‘যাঁরা দু’লাইন বাংলা পড়তে পারে না, বাংলা বলতে পারে না, তাঁদের মুখে বাংলা নিয়ে বড় বড় কথা মানায় না’! বাম আমলের পুরুলিয়া আর পরিবর্তনের পর সেই জেলার কথা স্মরণ করিয়ে দিয়ে অভিষেক বলেন, ‘গত পাঁচ বছরে নরেন্দ্র মোদীর সরকার পুরুলিয়ার জন্য পাঁচ পয়সাও দেয়নি। কিন্তু সরকারে আসার পর থেকে আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পুরুলিয়ার উন্নয়নের জন্য ৮ হাজার কোটি টাকা খরচ করেছেন’। বিজেপি এখনও পুরুলিয়া কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেনি। তা নিয়েও গেরুয়া শিবিরকেও খোঁচা দেন যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি।
