রেলের টিকিট ও বিমানের বোর্ডিং পাসে মোদীর ছবি থাকায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। এবার ৫০ জন তাঁত শিল্পীদের টাকার বিনিময়ে ‘পেহেচন কার্ড’ বন্টন নিয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল বিজেপি নেতৃত্বদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা গ্রাম পঞ্চায়েতের আরবলদা গ্রামে।
শান্তিপুর বিডিও এবং রানাঘাট মহকুমা শাসকের কাছে বিজেপির বিরুদ্ধে নির্বাচনীবিধি ভঙ্গের অভিযোগ তুলে লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল যুব কংগ্রেস। শান্তিপুর ব্লকের বাবলা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সৌমেন্দ্র নারায়ন দাসের অভিযোগ, আরবলনা গ্রামে স্থানীয় কয়েকজন বিজেপি নেতা গত ২৬ তারিখে মিনিস্ট্রি অফ টেক্সটাইল, গভঃ অফ ইন্ডিয়ার ‘পহেচান কার্ড’ ওই এলাকার প্রায় ৫০ জন তাঁত শিল্পীদের মধ্যে ১০০ টাকার বিনিময়ে বন্টন করেছেন। এর ফলে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এই ঘটনায় শান্তিপুরের বিডিও বলেন, ‘অভিযোগ পেয়েছি, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।‘
