বুধবার ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দেবের সমর্থনে আয়োজিত হল এক কর্মীসভা। সভামঞ্চ থেকেই মেদিনীপুর কেন্দ্রের প্রার্থী মানস ভুঁইয়া কর্মীদের একজোট হয়ে কাজ করতে ডাক দিলেন তিনি।
মানস বলেন, কর্মীরাই দলের সম্পদ। কর্মীরাই প্রার্থীদের পর্যবেক্ষক। ভোট ঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করবেন পর্যবেক্ষকেরা আর দলের কর্মী-সমর্থকদের ভোট বুথ অবধি এসে পৌঁছচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করবেন দলের হাজার হাজার পর্যবেক্ষক।
দীর্ঘ ৪৬ বছরের রাজনৈতিক জীবন তুলে ধরে মানস বলেন, “এই রাজনীতির আঙিনায় অনেক ঘৃণার রূপ দেখেছি। আবার কর্মীদের ভালোবাসাও দেখেছি। কর্মীরা না থাকলে আমি কিছুই না। আমাদের জেতাহারা সব তাঁদের ওপরে নির্ভরশীল। তৃণমূল কর্মীরা দলকে এতটাই ভালোবাসেন যে তাঁরা নিজেদের পয়সাতে দেওয়াল লিখেছেন”।