রাফাল যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এই অভিযোগ তুলে গত কয়েকমাস ধরেই মোদী সরকারকে লাগাতার আক্রমণের মুখে ফেলেছে কংগ্রেস, তৃণমূল-সহ গোটা দেশের বিরোধীরাই। পাশাপাশি, বিজয় মালিয়া বা নীরব মোদীর আর্থিক কেলেঙ্কারিকেও বারবার হাতিয়ার করেছে তারা। আর এবার ভোটের মুখে কংগ্রেসের দাবি মোদী সরকারের বিরুদ্ধে রয়েছে ১০০ দুর্নীতির অভিযোগ। বৃহস্পতিবার, ঠিক যেদিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচার শুরু করলেন মোদী, সেদিনই এই ইস্যুতে টুইট করেছে রাহুল গান্ধীর দল। ব্যবহার করা হয়েছে হ্যাশট্যাগ মোদীস্ক্যামসেঞ্চুরি। সঙ্গে একটি লিংকও শেয়ার করা হয়েছে, যেখানে মোদীর বিরুদ্ধে ১০০ টা দুর্নীতির অভিযোগ-সহ বিস্তারিত তথ্য রয়েছে।
কংগ্রেসের তরফ থেকে ট্যুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘বাধাই হো! অবশেষে ১০০টি দুর্নীতির তালিকা পূর্ণ করেছেন মোদী।’ ওই লিংকে এ থেকে জেড পর্যন্ত অক্ষর দিয়ে দুর্নীতির নাম উল্লেখ করা হয়েছে। রাফালের পাশাপাশি আদানি স্ক্যামের কথাও উল্লেখ করা রয়েছে সেখানে। রয়েছে বিটকয়েন এবং ব্যাপম দুর্নীতির কথাও। শুধু মোদী নয়, বসুন্ধরা রাজে, স্মৃতি ইরানিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের কথাও লেখা হয়েছে। তবে এটাই প্রথমবার নয়। এর আগেও মোদীর বিরুদ্ধে এ থেকে জেড পর্যন্ত দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছিল। সেখানে, ফড়নবিশ, ইয়েদুরাপ্পাদের মত নেতাদের নাম ছিল।
উল্লেখ্য, ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনে গোহারা হারের পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে ‘কোরাপ্ট মোদী ম্যাচ’ নামক একটি অনলাইন গেম বাজারে এনে বিজেপিকে মোদীকে আক্রমণ করেছিল কংগ্রেস। ‘কোরাপ্ট মোদী ম্যাচ’ একটি জিগজ্যাগ পাজলের গেম। গেমটির বিশেষত্ব এই যে, এর মধ্যে রয়েছে বিগত পাঁচ বছরে মোদীর নাম জড়িয়ে যাওয়া দুর্নীতিগুলি নিয়ে এক টানটান পলিটিক্যাল স্যাটায়ার। রাফাল কেলেঙ্কারির পাশাপাশি তাতে ছিল নীরব মোদী, বিজয় মালিয়া, আদানি গোষ্ঠী, মোদিগেট, ই-টেন্ডার, মাইনিং কেলেঙ্কারির মতো দুর্নীতির নাম।