দিল্লীতে চলছে ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট। প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইতে সহজ জয় পেলেন দুই প্রাক্তন চ্যাম্পিয়ন পি ভি সিন্ধু এবং কিদম্বি শ্রীকান্ত। জিতলেন এইচ এস প্রণয়ও।
প্রথম রাউন্ডে জিতে সিন্ধু বলেছেন, ‘‘তুলনামূলক ভাবে আমার জন্য এই ম্যাচটা খুবই সহজ ছিল। এখন সময় পরের ম্যাচ নিয়ে ভাবনাচিন্তার। অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের পরে আমি নতুন ভাবে প্রস্তুতি নিচ্ছি। শারীরিক দিকের মতোই খেলার মানসিক দিকটাকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছি।’’শেষ দু’বারের ফাইনালিস্ট সিন্ধু বুধবার সহজে হারালেন মুগ্ধা আগ্রেকে ২১-৮, ২১-১৩ ফলে।
২০১৫-র চ্যাম্পিয়ন শ্রীকান্তকে নিয়ে ভারতীয় সমর্থকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। হংকংয়ের ওং উইং কি ভিনসেন্টের বিরুদ্ধে তিনি একটি গেম হেরে যান ১৮-২১ ফলে। প্রথম গেমে ভারতীয় তারকাই জেতেন ২১-১৬ ফলে। নির্ণায়ক গেমে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে শ্রীকান্ত জেতেন ২১-১৯ ফলে। ভিনসেন্টের বিরুদ্ধে এই নিয়ে টানা চারটি ম্যাচে জিতলেন শ্রীকান্ত। অসুস্থতা সারিয়ে প্রণয়ের খেলাতেও উন্নতি হচ্ছে। অষ্টম বাছাই তাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম গেমে ১৪-২১ হেরেও তাই তিনি দারুণ ভাবে ম্যাচে ফিরে শেষ দু’টি গেম যথাক্রমে ২১-১৮, ২১-১৪ ফলে জেতেন। এ দিন জিতেছেন সমীর ভর্মা ও রিয়া মুখোপাধ্যায়ও। সমীর হারান ডেনমার্কের রাসমাস গেমকে-কে ২১-১৮, ২১-১২ ফলে। রিয়া হারান তাইল্যান্ডের পিত্তায়াপন তাইওয়ানকে ২১-১৭, ২১-১৫ ফলে।