ঘরের মাঠে প্রথম ম্যাচে দিল্লির কাছে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। ওই ম্যাচে আবার বুমরা বাঁ কাঁধে চোট পেয়েছিলেন। আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হতে চলেছে মুম্বই।
দিল্লির কাছে প্রথম ম্যাচ হেরে বেঙ্গালুরুর মাঠের নামলেও রোহিত শর্মার টিম নয়, চাপটা অনেক বেশি আরসিবির উপরেই। গত এগারোটা আইপিএলে আরসিবি কিছুই করে দেখাতে পারেনি। এ বার তাই বিরাটের টিম ট্রফি জেতার স্বপ্ন দেখছেন। কিন্তু মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচের যা কাহিনি, তাতে বেঙ্গালুরুর টিম এ বারও মাঝারি মানের। বিশেষ করে পর্যাপ্ত বোলার না থাকাটা আরও এক বার চাপে ফেলে দিচ্ছে আরসিবিকে। যুজবেন্দ্র চাহল ও মইন আলি ছাড়া তেমন নজরকাড়া বোলার নেই বিরাটের হাতে।
এতেই শেষ নয়, এর সঙ্গে জুড়ে যাচ্ছে ব্যাটসম্যানদের ফর্ম। প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে রান পাননি বিরাট। কিন্তু বাকি আর কেউই টিমকে সাহায্য করতে পারেননি। এবি ডে ভিলিয়ার্স থেকে শুরু করে সিমরন হেটমেয়ার সবাই ব্যর্থ হয়েছে। ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে এই ম্যাচ আরসিবির কাছে তাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। চেন্নাইয়ের কাছে ৭০ রানে শেষ হয়ে যাওয়ায় সমর্থকদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে স্বপ্ন দেখানোর বড় দায়িত্ব বিরাটদের কাঁধে।
অন্যদিকে অনুশীলনে নামলেও এই ম্যাচে বুমরা খেলবেন কিনা, তা নিয়ে কিছুটা হলেও সংশয় রয়েছে ক্রিকেট মহলের। তবে, মুম্বইয়ের তরফে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, তাতে বুমরার চোট গুরুতর নয়। দিন তিনেকের বিশ্রাম তাঁকে অনেকটাই ফিট করে তুলেছে। বুধবার তিনি টিমের সঙ্গে প্র্যাক্টিসও করেছেন। টুইটও করেছেন যে, খেলার জন্য তিনি তৈরি। তবে বিশ্বকাপের ভাবনা মাথায় থাকায় শেষ পর্যন্ত বুমরা খেলবেন কিনা, তা অবশ্য নিশ্চিত নয়।