উর্দি পড়ে যে আরএসএস-এর অনুষ্ঠানে যোগ দিতে পারে, তাঁকে কীভাবে লোকসভা নির্বাচন চলাকালীন বাংলায় কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি ও মোতায়েন সংক্রান্ত তদারকির ভার দেওয়া যেতে পারে? বিএসএফের প্রাক্তন ডিজি কেকে শর্মাকে নিয়ে এমনই প্রশ্ন তুলল তৃণমূল। বাংলা এবং ঝাড়খণ্ডের স্পেশাল সেন্ট্রাল পুলিশ অবজার্ভার হিসেবে কেকে শর্মাকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন।
তৃণমূলের অভিযোগ, ২০১৮ সালে কলকাতার মানিকতলায় আরএসএস-এর শাখা সংগঠন সীমান্ত চেতনা মঞ্চের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেকে শর্মা। শুধু তাই নয়, তাঁকে দেখা গিয়েছিল একেবারে ইউনিফর্ম পরা অবস্থায়। তা নিয়ে সেসময় বিতর্কও হয়। এবার সেই ব্যক্তিকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর পর্যবেক্ষকের ভার দেওয়ায় ক্ষুব্ধ তৃণমূল। বিএসএফের প্রাক্তন ডিজির সেই ছবি ট্যুইটারে পোস্ট করেছে তৃণমূল। ছবিতে দেখা যাচ্ছে, উর্দি পরা অবস্থায় আরএসএসের অনুষ্ঠানে হাজির হয়েছেন কে কে শর্মা। মঞ্চে তাঁর পাশেই উপস্থিত রয়েছেন হাওড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্তও।
নির্বাচন কমিশনে এ নিয়ে কমিশনে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূলের কোনও আপত্তি নেই। কিন্তু, কে কে শর্মার মতো আরএসএস ঘনিষ্ঠ একজনকে পর্যবেক্ষক করায় বিজেপির উদ্দেশ্য স্পষ্ট হয়ে গেছে’। প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানায়, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের জন্য বিএসএফের প্রাক্তন ডিজি কে কে শর্মা এবং ত্রিপুরা ও মিজোরামের জন্য অবসরপ্রাপ্ত আইপিএস মৃণালকান্তি দাসকে স্পেশাল সেন্ট্রাল পুলিস অবজার্ভার হিসেবে নিয়োগ করা হচ্ছে।
