বিজেপিকে নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই। কেন্দ্রের ক্ষমতায় আসার পর থেকেই কোনও কাজই করেনি মোদী সরকার। বরং মোদীর আমলে ক্রমশই খারাপ হয়েছে দেশের হাল। এবার সই প্রতারণার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
প্রতারণা ও জালিয়াতি এবং অন্য আরও অপরাধের জন্য পুলিশের জালে বিজেপি সাধারণ সম্পাদক পি মুরলীধরণ রাও এবং আরও আটজন৷ তাদের বিরুদ্ধে সারুন থানায় ফৌজদারি মামলা নথিভুক্ত করা হয়েছে রেয়েলটার মহিলপাল রেড্ডির স্ত্রী টি প্রবাণা রেড্ডির অভিযোগের ভিত্তিতে৷
রাও এবং অন্যান্যরা অভিযোগ করেছেন, ২.১৭ কোটি টাকা তাদের কাছ থেকে নেওয়া হয়েছিল বিনিময়ে ফার্মা এক্সিল-এর চেয়ারম্যান করা হবে বলে৷ অভিযোগে আরও বলা হয়েছে অভিযুক্ত ওই টাকা নেওয়ার সময় একটি নিয়োগ পত্র দেখিয়েছিল যাতে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামানের জাল করা সাক্ষরও ছিল৷
যদিও পি মুরলীধরণ রাও এই অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছেন ৷ পুলিশ অভিযুক্ত নয়জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সেকশন ৪০৬, ৪২০, ৪৬৮, ৪৭১, ৫০৬ এবং ১২০বি ধারায় মামলা করা হয়েছে৷ এই ঘটনা সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে সব মহলে। প্রশ্ন উঠছে যারা এভাবে জালিয়াতি করে তাঁরা দেশ চালানোর ক্ষেত্রেও এরকমই করে? ভোটের আগে এই ঘটনা সামনে আসতেই আবারও ব্যাকফুটে বিজেপি।