বিজেপির অভ্যন্তরে ফের গোষ্ঠীদ্বন্দ্ব। প্রার্থী হিসেবে প্রথমবার শহরে পা রেখেই বিমানবন্দরে বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। বিজেপিরই অপর গোষ্ঠীর সমর্থকরা পাটনা বিমানবন্দরে কালো পতাকা দেখালেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে। মঙ্গলবার বিমানবন্দর থেকে বেরতেই রবিশঙ্করকে কালো পতাকা দেখাতে শুরু করেন তাঁরা। সঙ্গে চলে বিক্ষোভ-স্লোগান। বিব্রত মুখে অপেক্ষারত সাংবাদিকদের দিকে এগিয়ে যান মন্ত্রী। তিনি বলেন, “এত বড় দায়িত্ব দেওয়ার জন্য দলকে ধন্যবাদ”। তারপর বিমানবন্দর চত্বর থেকে বেরিয়ে যায় রবিশঙ্কর প্রসাদের কনভয়।
পাটনা সাহিব কেন্দ্র থেকে বিজেপির সাংসদ ছিলেন বলিউডের শত্রুঘ্ন সিনহা। এবার বিজেপি তাঁকে সরিয়ে প্রার্থী করেছে রবিশঙ্করকে। কিন্তু এ দিন বিমানবন্দরের বাইরে যাঁরা বিক্ষোভ দেখালেন তাঁরা কেউ শত্রুঘ্নর লোক নন। এঁরা সবাই আর কে সিনহার লোক। আর কে সিনহা বিজেপির রাজ্যসভার সাংসদ। সূত্রের খবর, এ বার পাটনা সাহিব থেকে লোকসভা ভোটে লড়তে চেয়েছিলেন তিনি। দল তাঁর পরিবর্তে কেন্দ্রীয় মন্ত্রীকে প্রার্থী করে। তাতেই ক্ষোভে ফেটে পড়েন আর কে সিনহার সমর্থকেরা। এই বিক্ষোভের ঘটনা নিঃসন্দেহে অস্বস্তিতে ফেলেছে বিহারের বিজেপি নেতৃত্বকে। কারণ, ক’দিন আগেই অখিল ভারতীয় কায়স্থ মহাসভার এক সদস্য বিবৃতি জারি করে বলেন, এতদিন তাঁরা বিজেপির পাশে থেকেছেন কিন্তু আর কে সিনহা ছাড়া অন্য কাউকে প্রার্থী করলে তাঁরা মেনে নেবেন না।
রবিশঙ্কর প্রসাদকে বিমানবন্দরে কালো পতাকা দেখানোর পর দাঁড়িয়ে থাকা রবিশঙ্কর-সমর্থকদের সঙ্গে সিনহা-সমর্থকদের তপ্ত বাদানুবাদ শুরু হয়। বচসা কিছুক্ষণের মধ্যেই হাতাহাতির চেহারা নেয়। অবশেষে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে এগিয়ে আসতে হয়। নিরাপত্তা বাহিনী এসে দু’পক্ষকেই হঠিয়ে দেয়।