আজ ভোরে গুজরাটের পোরবন্দর উপকূল থেকে অল্প কিছুটা দূরে সমুদ্রের মধ্যে ৫০০ কোটি টাকার হেরোইন-সহ গ্রেফতার হল ইরানের ন’জন মাদক কারবারী। গুজরাট এটিএস, মেরিন টাস্ক ফোর্স ও উপকূল রক্ষীবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করেন। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে বিপুল পরিমাণের ওই হেরোইন ইরানের মাদক কারবারিরা পাকিস্তান থেকে গুজরাটের এক মাদক কারবারির কাছে নিয়ে আসা হচ্ছিল।
গোপন সূত্রে গুজরাট এটিএসের আধিকারিকদের কাছে খবর আসে ইরান থেকে হেরোইন এনে পাকিস্তানে লোড করার পর তা সমুদ্রপথে গুজরাট নিয়ে আসা হচ্ছে। এরপরই মেরিন টাস্ক ফোর্স ও ভারতীয় উপকূল রক্ষীবাহিনীর সঙ্গে যোগাযোগ করে যৌথ অভিযানে নামে এটিএস। এই অভিযান প্রসঙ্গে এটিএসের আধিকারিকরা জানান, ‘মাদক কারবারীদের ওই বোটটির যোগাযোগের ফ্রিকোয়েন্সি সংক্রান্ত তথ্য ছাড়া আর কোনও খবর ছিল না। তবে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি চালানোর পর ওই ফ্রিকোয়েন্সিতে যোগাযোগের চেষ্টা করার সময় বোটটিকে শনাক্ত করা হয়। তখন উপকূল রক্ষীবাহিনীর জাহাজ থেকে তাকে দাঁড়াতে বলা হলে সেটিকে নিয়ে পালানোর চেষ্টা করে মাদক কারবারীরা। পালাবার পথ বন্ধ দেখে বোটটিতে আগুন ধরিয়ে দেয়। যদিও শেষরক্ষা হয়নি অনেক কষ্ট করে তাঁদের গ্রেফতার করা হয়। পাশাপাশি বোট থেকে ৫০০ কোটি টাকা মূল্যের ১০০ কেজি হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে’। এটিএসের আধিকারিকিরা আরও জানান, মাদক কারবারিদের ধরতে উপকূল রক্ষীবাহিনীর নজরদারির কাজে ব্যবহৃত দ্রুতগতির জাহাজ নিয়ে শুরু হয় তল্লাশি। অন্যদিকে, মেরিন টাস্ক ফোর্সের কম্যান্ডোরা ভারতীয় জলসীমার মধ্যে বোট নিয়ে তাদের সাহায্যের জন্য প্রস্তুত ছিলেন।