গতকাল বিকালে ধনেখালি বাসস্ট্যান্ডে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডঃ রত্না নাগের সমর্থনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই সভামঞ্চ থেকে বিজেপির ধর্ম নিয়ে ভেদাভেদের রাজনীতিকে তীব্র কটাক্ষ করলেন তিনি।
সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিজেকে দেশের চৌকিদার বলেন। কিন্তু নীরব মোদি বা মেহুল চোকসিরা যখন হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে চম্পট দিয়েছিল তখন তিনি কোন চৌকি পাহারা দিচ্ছিলেন। আর তারপরেও তাঁদের ধরার ব্যাপারে উদ্যোগ নেননি কেন? তা নিয়ে প্রশ্ন তোলেন।
চন্দ্রিমা জানালেন, “আমরা মানুষের জন্য কাজ করে আমাদের সমর্থন করার আবেদন জানাই। মানুষের দেওয়া রায়কে মাথায় নিয়ে ক্ষমতায় বসেছি। কিন্তু বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি আর ধর্মের ভিত্তিতে দেশ বিভাজন করে ক্ষমতায় আসতে চায়।এখন আপনাদের ঠিক করতে হবে কাদের হাতে সরকার তুলে দেবেন। যাঁরা উন্নয়নের কাজ চায়, নাকি যারা মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানাতে চায়।”
চন্দ্রিমাদেবী বলেন, আজই সংবাদমাধ্যমে একটি ভিডিও প্রকাশ হয়েছে। যেখানে দেখা যাচ্ছে নোটবন্দির পর নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পর পাঁচ কোটি পুরনো নোট ব্যাঙ্ক থেকে পরিবর্তন করে ৩ কোটির নতুন নোট দেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনা বিজেপি শাসিত বহু রাজ্যে হয়েছে। তাই নোট বাতিলের পর প্রায় সমস্ত টাকাই ব্যাঙ্কে জমা পড়েছে। আর নতুন নোটের জন্য আপনার আমার করের টাকা খরচ হয়েছে।
এই সভাতেই অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দিলেন সিপিএম নেতা শুকদেব মাহাতো। তাঁদের সকলের হাতে দলের পতাকা তুলে দেন চন্দ্রিমা। এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা, মন্ত্রী অসীমা পাত্র, জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী করবী মান্না প্রমুখ।