ভোটের মুখে ভারতের ‘মিশন শক্তি’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্যুইটারে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস নেতা তথা পাঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিং সিধু৷ মহাকাশে অ্যান্টি স্যাটেলাইট মিসাইলের সাহায্যে অব্যবহৃত কৃত্রিম উপগ্রহ ধ্বংস করল নয়াদিল্লী। আজ জাতির উদ্দেশে নরেন্দ্র মোদী ভাষণে এই সাফল্যের কথা জানান। এই পরিপ্রেক্ষিতে মোদীকে সিধুর কটাক্ষ, “জনগণকে মহাকাশে ঘোরানো বন্ধ করে মাটিতে নামিয়ে আনুন৷ আসল ইস্যু থেকে মানুষের নজর ঘোরানোর চেষ্টা করবেন না”। এই আত্মপ্রচারে মোদী নির্বাচনের আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন।
মহাকাশ শক্তিতে বিশ্বে এখন ভারত চতুর্থ দেশ৷ অ্যান্টি স্যাটেলাইট মিসাইল দিয়ে মহাকাশে একটি অব্যবহৃত লো অরবিট স্যাটেলাইট ধ্বংস করল ভারত৷ এই মিশনের নাম ‘মিশন শক্তি’৷ আমেরিকা, রাশিয়া, চিনের পরেই মহাকাশ শক্তিতে এখন ভারতের স্থান৷ ৩ মিনিটেই ভারতের তৈরি এই এ স্যাট মিসাইল ধ্বংস করে অব্যবহৃত একটি স্যাটেলাইটকে৷
নির্বাচনের আগে বৈজ্ঞানিকদের কৃতিত্বের ভাগ নিয়ে আত্মপ্রচারে ব্যস্ত দেশের প্রধানমন্ত্রী। ট্যুইটারে এমনই তীব্র ভাষায় মোদীর সমালোচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, “আজকের ঘোষণা একটা সীমাহীন নাটক ৷ আত্মপ্রচারে ব্যস্ত মোদী ৷ নিবার্চনের সময় রাজনৈতিক ফায়দা তুলতেই মোদীর এই ঘোষণা”। একইসঙ্গে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগও তুলেছেন তিনি।