লোকসভা ভোট ঘোষণার অনেক আগে থেকেই দলীয় কর্মীদের নিয়ে সভা করেছেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল। সেখানেই কর্মীদের নিদান দিয়েছিলেন, অপেক্ষারত ভোটারদের জল-নকুলদানা খাওয়ানোর কথা। অনুব্রত জানালেন, নকুলদানা খেলে শরীর ভালো থাকে, সব রোগ সেরে যায়।
কর্মীবৈঠক করতে মঙ্গলকোটে গিয়েছিলেন অনুব্রত। সেখানে নকুলদানা নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “অর্থ অনেক। ভোটের সময় জানা যাবে। নকুলদানা খেলে শরীর ভাল থাকে। সব অসুখ সেরে যায়। খেতে ভাল। দাম কম। তাই দিতেও ভাল। খাচ্ছি। খাওয়াচ্ছি।’ এই নির্বাচনে সাড়া ফেলেছে অনুব্রতর নকুলদানা দাওয়াই ।
বীরভূম জেলার দুটি আসন। বোলপুরে এবারের তৃণমূল প্রার্থী অসিত মাল। অন্যদিকে, বীরভূম আসনে প্রার্থী গত ৩ বারের সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়ে দিলেন বীরভূমে তাদের কোনও প্রতিপক্ষ নেই। একটি আসনে চারলক্ষ আর একটি আসনে তিনলক্ষ ভোটে জয়লাভ করবেন তারা।