কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে ভোটে জেতাকে কার্যত অভ্যাসে পরিণত করেছেন সুদীপ। রাজনৈতিক জীবনে চার বার সাংসদ ও চার বার বিধায়ক হয়েছেন। অন্যদিকে সৌগত রায়ও তিন বার সাংসদ এবং দু’বার বিধায়ক হয়েছেন। তাঁদের ভোট প্রস্তুতি শুধু ভোটের সময়ে সীমাবদ্ধ থাকে না। সৌগতর সারা বছরের জনসংযোগ সম্পর্কে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘এলাকায় শনিপুজো-শিবরাত্রিতেও পাওয়া যায় সৌগতদাকে।’ সাধারণ মানুষও খুব খুশি তাঁদের নিয়ে। এবারের লোকসভা ভোটের প্রচার একটু ধীরে সুস্থেই করবেন তাঁরা। কারণ দুজনেরই ভোট একেবারে শেষ দফায়, ১৯ মে।
দু’জনেই পোড় খাওয়া রাজনীতিক। বার বার জনপ্রতিনিধি হওয়ার সুবাদে নিজেদের কেন্দ্রে নতুন করে পরিচিতিপর্বের প্রয়োজন নেই। দু’জনেরই ভোট একেবারে শেষ দফায়, ১৯ মে। তৃণমূলের দুই হেভিওয়েট প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায় তাই মূল পর্বের প্রচার শুরু করবেন একটু রয়ে-বসে। একদিকে চলছে কর্মীসভা, অন্যদিকে প্রচারে নেমে পড়া প্রতিপক্ষের ‘স্টান্স’ বুঝে নেওয়ার চেষ্টা। সৌগত ৬ এপ্রিল এলাকায় প্রথম মিছিল বের করবেন। আর নয়না বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২৭ মার্চ থেকে প্রচারে নামবেন সুদীপ। সে দিন সকালে ৬ নম্বর ওয়ার্ড এবং বিকেলে এন্টালি এলাকায় সুদীপের পদযাত্রা আছে।
কলকাতা উত্তরে সুদীপের মূল প্রচারপর্ব শুরু হওয়ার আগে অগ্রাধিকার অনুযায়ী কর্মিসভা সেরে ফেলা হচ্ছে। আজ, মঙ্গলবার কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা এলাকার নির্ধারিত কর্মীসভাটি অবশ্য স্থগিত হয়েছে বলে জানান ১ নম্বর বরো চেয়ারম্যান তরুণ সাহা। এই বিধানসভায় মিশ্র ভাষাভাষীর বাস। হিন্দিভাষী ভোটারের সংখ্যাও প্রচুর। সুদীপ যেমন কলকাতা উত্তরের সাংসদ, ঠিক তেমনই তৃণমূলের উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতিও তিনিই। ফলে এই সাংগঠনিক জেলায় বছরভর দলের সংগঠন দেখভাল করার সুবাদে বিধায়ক, কাউন্সিলর, ওয়ার্ড সভাপতিদের মধ্যে সমন্বয় রক্ষাও তাঁকেই করতে হয় । ফলে মূল প্রচার শুরুর আগে নেতা-কর্মীদের মধ্যে নির্দিষ্ট দায়িত্ব বণ্টনের প্রক্রিয়া সেরে ফেলার ব্যাপার আছে। গোটা লোকসভা নিয়ে প্রথম কর্মিসভাটি ১৭ মার্চই হয়ে গিয়েছে। এদিকে ২৮ মার্চ উত্তর কলকাতা যুব তৃণমূলের কোর কমিটির বৈঠক ডাকা হয়েছে বলে খবর। উত্তরে যুব তৃণমূল কী ভাবে প্রচারে ঝাঁপাবে, তা নিয়ে ওই বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে। ক’টি মিছিল হবে, কোন মিছিল কোন পথে যাবে, তা নিয়েও কথা হবে।
সূত্রের খবর, কলকাতা উত্তর কেন্দ্রের জন্য একটি পৃথক ইস্তাহারও তৈরি করা হচ্ছে। যেখানে থাকবে, জনপ্রতিনিধি কী কী করছেন এলাকার জন্য। দমদমে সৌগত রায় এখন মূলত কর্মীসভা করছেন। এলাকায় নানাবিধ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যাচ্ছেন। ৬ এপ্রিল তিনি মূল পর্বের প্রচারে নামবেন। দমদম স্টেশন থেকে আরএন গুহ রোড হয়ে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত বড় মিছিল হবে ওই দিন।