যে কোনও বিশিষ্ট মানুষের জন্মদিন উদযাপন করতে, শুভেচ্ছা জানাতে কখনও ভুল হয়না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবারের ভোটের প্রচারের নির্ঘণ্টের মধ্যেই পড়ছে মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন। তাই আগামী ৬ এপ্রিল মহানায়িকার জন্মদিনে পান্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে পালন করবে তৃণমূল।
পান্ডবেশ্বর এবং দুর্গাপুর-ফরিদপুর ব্লকের প্রতিটি গ্রামে ওইদিন সুচিত্রা সেনের ছবির সামনে কেক কাটা হবে। মোমবাতিও জ্বালানো হবে। এছাড়া বিশেষ ওইদিনে গ্রামবাসীকে মিষ্টিমুখও করানো হবে। সেই সঙ্গে এবারের ভোটে সুচিত্রা কন্যা মুনমুন সেনকে আশীর্বাদ করার আহ্বান জানাবেন শাসক দলের নেতা-কর্মীরা। ওইদিন মঞ্চ তৈরি করে প্রবীণরা, নবীনদের সামনে তুলে ধরবেন মহানায়িকার অভিনয় দক্ষতার খণ্ডচিত্র। সন্ধ্যায় উত্তম-সুচিত্রা জুটির সুপারহিট সিনেমা ‘সপ্তপদী’ একটি হলে বিনামূল্যে প্রদর্শনেরও ব্যবস্থা করা হয়েছে। হলে বসে সেই সিনেমা দেখার কথা রয়েছে আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুনমুন সেনের।
লাউদোহার তৃণমূল নেতা সুজিত মুখোপাধ্যায় বলেন, আমাদের এলাকার বহু ভোটার সুচিত্রা সেনের ফ্যান। এমনও অনেক প্রবীণ ব্যক্তি রয়েছেন, যাঁরা এখনও উত্তম-সুচিত্রার অভিনয় করা সিনেমা ছাড়া দেখেন না। তাঁদের বিনোদনের জন্যই সরপিতে একটি হলে মহানায়িকার জন্মদিনে সপ্তপদী সিনেমা দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। তাঁর জন্মদিনে গ্রামের লোকজন নিজেদের ইচ্ছাতেই উৎসবে শামিল হবেন।