গোটা দেশের প্রতিটি প্রান্তের বিজেপি বিরোধীদের এখন একটাই লক্ষ্য, দিল্লীর মসনদ থেকে হঠাতে হবে ‘স্বৈরাচারী’ নরেন্দ্র মোদীর সরকারকে। এবার সেই উদ্দেশ্য চরিতার্থ করতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একের বিরুদ্ধে এক ফর্মুলা মেনে নিয়ে রাজ্যে কোনও প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিল সমাজবাদী পার্টি। সোমবার কলকাতা প্রেস ক্লাবে সমাজবাদী পার্টির সর্বভারতীয় সহ-সভাপতি তথা বাংলার প্রাক্তন মন্ত্রী কিরণময় নন্দ জানান, আসন্ন লোকসভা নির্বাচনে তাঁরা তৃণমূলকে সমর্থন করবে।
কিরণময়ের মতে, সমাজবাদী পার্টি মনে করে, এ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন বিজেপিকে প্রতিহত করতে। তিনি যে স্লোগান তুলেছেন ৪২-এ ৪২, তা করে দেখানোর ক্ষমতা রাখেন বাংলার মুখ্যমন্ত্রী। আর তাঁর এই মিশন ২০১৯-এ আমরা মমতার সঙ্গে আছি। আমরা মনে করি, আমাদের ক্ষুদ্র শক্তি তাঁর সঙ্গে যুক্ত হলে, সেই কাজ ত্বরাণ্বিত হবে। দলীয় সূত্রে খবর, যেহেতু তৃণমূলের উদ্দেশ্য বিজেপিকে ক্ষমতা চ্যুত করা, তাই সেই পথকে আরও মসৃণ করতেই তৃণমূলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে তাঁরা প্রস্তুত।
উত্তরপ্রদেশ, বিহার, বাংলা থেকে বিরোধীরা ভালো ফল করলে বিজেপির পক্ষে আর ক্ষমতায় ফেরা সম্ভব হবে না বলেই মত কিরণময়ের। তাঁর দাবি, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও মায়াবতীর বহুজন সমাজ পার্টির জোট ৫৫ থেকে ৬০-এর বেশি আসন দখল করবে। আর বিহারেও এবার ধাক্কা খাবে বিজেপি। ফলে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস ৪২-এ ৪২ পেলেই বিজেপি শেষ হয়ে যাবে। তাই বাংলায় তৃণমূলকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানান কিরণময়।