নাম ঘোষণা হতেই প্রচারে নেমে পড়েছেন আসন্ন লোকসভা ভোটে মমতার প্রার্থীরা। শুরু থেকেই ঝড় তুলছে তৃণমূল। স্বতঃস্ফূর্ত জনসমর্থন বুঝিয়ে দিচ্ছে সকলেই মমতার উন্নয়নে আস্থা রাখছেন। প্রচারে গিয়ে এই ভাবেই সাধারণ মানুষের ভালবাসার স্রোতে ভেসে গেলেন বারাকপুরের প্রার্থী দীনেশ ত্রিবেদী।
গতকাল সকালে শ্যামনগরে একটি রক্তদান শিবিরে হাজির হয়ে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী জনসংযোগ সারেন। পরে ভাটপাড়ায় দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করার কথা ছিল। দীনেশ বলেন, ভাটপাড়ায় দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করার জন্য গিয়েছিলাম। সেখানে মানুষের ভালোবাসা পেয়ে আমি আপ্লুত হয়ে গিয়েছে। আমি ওই এলাকায় যাওয়ায় সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে এসে করমর্দন করেছেন। এলাকার মানুষের ভিড়ে সেখানে ছোটাখাটো সভা করতে হয়। বিকেলের দিকে বারাকপুর, টিটাগড় এলাকায় কর্মীদের নিয়ে বৈঠক করেছি।
আজ সকাল থেকেই বারাকপুর পুরসভা এলাকায় পদযাত্রা শুরু হয়েছে। সাধারণ মানুষের ঢল নামে সেই পদযাত্রায়। দীনেশ জানিয়েছেন, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই ভোট দেবেন। জয় নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি।