শনিবার কোপা আমেরিকার প্রস্তুতির লক্ষ্যে ফিফা ফ্রেন্ডলি খেলল পেলের দেশ। ৩২ মিনিটে লুকাস পাকুয়েতা ব্রাজিলকে এগিয়ে দিলেও ৪ মিনিটের মধ্যে গোল শোধ করে দেন পানামার অ্যাডলফো মাচাদো। আর সেখানেই কার্যত শেষ হয়ে গেল খেলা। আটকে গেল নেইমারহীন ব্রাজিল।
ব্রাজিল-পানামার এই ম্যাচ হল পোর্তোয়। তিতের দলে আক্রমণে পরিচিত ধার ছিল না নেইমার না থাকায়। প্যারিস সাঁ জারমাঁ-র তারকা চোটের জন্য আপাতত মাঠের বাইরে। তিতে অবশ্য বললেন, ‘‘যত সময় যাবে তত ভাল খেলবে এই দলটাই। শুধু আর একটু সময় দিতে হবে।’’ মঙ্গলবারই ব্রাজিল আবার ফিফা ফ্রেন্ডলি খেলবে প্রাগে। প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র। পোর্তোয় শনিবার পানামা কার্যত দশ জনকে রক্ষণে নামিয়ে ম্যাচ ড্র করে দিল।
অন্যদিকে সের্খিয়ো র্যামোসের পেনাল্টি থেকে করা গোলের সৌজন্যে উতরে গেল স্পেন। ইটালিকে জেতাল এক ঝাঁক নবাগত তারকা। দুই প্রাক্তন ইউরোপ চ্যাম্পিয়ন দেশের শুরুটা ভালই হল। শনিবার ইউরো ২০২০-র যোগ্যতা অর্জন ম্যাচে স্পেন ২-১ হারাল নরওয়েকে। ইটালি ২-০ জিতল ফিনল্যান্ডের বিরুদ্ধে। গোল করে দারুণ খুশি র্যামোস বললেন, ‘‘আমাদের শূন্য থেকে শুরু করতে হচ্ছে। এমন সময় যে কোনও সাফল্যই উত্তেজনা তৈরি করে। আমাদের স্বপ্ন, আবার বিশ্বফুটবলে বড় কিছু করা। সেই লক্ষ্যেই তৈরি হচ্ছি।’’ যোগ করেন, ‘‘এই রকম শুরু চেয়েছিলাম। ভাল লাগছে আমার গোলে দল জেতায়।’’ ইটালির কোচ মানচিনি আবার সাবধানী। বললেন, ‘‘কিয়েন প্রতিভাবান। বারেলাও ভাল। তবে ওদের নিয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। ’’