ভোট যতই এগিয়ে আসছে, ততোই উঠছে প্রতিশ্রুতির ঝড়। ঠিক ৫ বছর আগে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রতিশ্রুতির পাহাড় গড়ে তুলেছিলেন নরেন্দ্র মোদী। ২০১৪ লোকসভা নির্বাচনের আগে প্রচারে তিনি বলেছিলেন, ভোটে জিতলে প্রত্যেক ভারতীয়র ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে পৌঁছে দেবেন তিনি। আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূরণ না হলেও তখনের মতো ভোটের ময়দান কাঁপিয়ে প্রধানমন্ত্রী বনে যান তিনি। আর এবার ২০১৯ লোকসভা ভোটের আগে অর্থ প্রদানের চূড়ান্ত প্রতিশ্রুতি দিয়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুল জানালেন, ভোটে জিতে কংগ্রেস সরকার ক্ষমতায় এলে দেশের ২০ শতাংশ দরিদ্রদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে ৭২ হাজার টাকা দেওয়া হবে।
দেশের দরিদ্র শ্রেণির মানোন্নয়নেই কংগ্রেস এই পদক্ষেপ করবে বলে জানিয়েছেন রাহুল। প্রকল্পের নাম হবে ‘ন্যায়’। এর থেকে দেশের প্রায় পাঁচ কোটি পরিবার এর ফলে উপকৃত হবেন বলে জানানো হয়েছে। রাহুলের কথায়, নরেন্দ্র মোদী দেশের সবচেয়ে ধনীদের অর্থ সাহায্য করতে পারলে কংগ্রেস সরকার ক্ষমতায় এলে গরিবদেরও অর্থ সাহায্য করবে। এক্ষেত্রে তিনি মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে কৃষিঋণ মকুবের প্রসঙ্গ টেনে আনেন। বলেন, এই তিন রাজ্যে ক্ষমতায় এসেই কয়েকদিনের মধ্যে ঋণমকুব করা হয়েছে। কথা দিচ্ছি, ভোটের পর ক্ষমতায় এসে দরিদ্রদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেব। কয়েকটি ধাপে ভাগে ভাগে টাকা যাবে বলেও জানিয়েছেন কংগ্রেস সভাপতি। যদিও এই টাকা দেওয়ার ঘোষণাও শেষে মোদীর ‘জুমলা’র মতো হবে কিনা তা নিয়ে সন্দিহান দেশবাসী।