আজ সোমবার ২০১৯-এর লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৮ মার্চ থেকে মনোনয়ন জমা নেওয়ার কাজ শুরু হয়েছিল। সারা দেশে ৯১ টি আসনে প্রথম পর্যায়ের নির্বাচন হতে চলেছে ১১ এপ্রিল। একইসঙ্গে ওই দিন নির্বাচন হতে চলেছে, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিমের সবকটি এবং ওড়িশার কয়েকটি বিধানসভা আসনে।
সোমবার মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে, নীতীন গড়কড়ি(নাগপুর), রাজবব্বর (ফতেপুর সিক্রি), জেনারেল ভিকে সিং (গাজিয়াবাদ), হেমা মালিনী (মথুরা), কর্নাটক থেকে এইচডি দেবেগৌড়ারও এদিন মনোনয়ন জমা দেবেন। সারা দেশের ২০টি রাজ্যের ৯১টি আসনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৫ মার্চ, সোমবার। মনোনয়ন স্ক্রুটিনি করে দেখা হবে ২৬ মার্চ। প্রার্থীরা তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নিতে পারবেন ২৮ মার্চ পর্যন্ত।
প্রথম পর্যায়ের ৯১টি আসনের মধ্যে রয়েছে, অন্ধ্রপ্রদেশের ২৫টির সব কটি, উত্তর প্রদেশের ৮টি, মহারাষ্ট্রের ৭টি, উত্তরাখণ্ড এবং আসামের ৫টি করে আসন এবং বিহার ও ওড়িশার ৪টি করে আসন। এছাড়াও অরুণাচল প্রদেশ, মেঘালয়, বাংলা এবং জম্মু ও কাশ্মীরের ২টি করে আসনেও ভোট হতে চলেছে ১১ এপ্রিল। আন্দামান নিকোবর এবং লাদাখের একটি করে আসনে ভোট হবে ১১ এপ্রিল। ওইদিন প্রথম পর্যায়ের নির্বাচনে অন্ধ্রপ্রদেশ বিধানসভার ১৭৫টি আসন, অরুণাচলের ৬০টি, সিকিমের ৩২টি এবং ওড়িশার ২৮টি বিধানসভা আসনে নির্বাচন হবে। নির্বাচন কমিশন ১০মার্চ নির্বাচনের কথা ঘোষণা করেছিল। সেদিন থেকেই চালু হয়ে গিয়েছিল নির্বাচনের আদর্শ আচরণ বিধি।
