মুম্বইয়ের জেজে হসপিটাল গ্রান্ট মেডিক্যাল কলেজে জারি হয়েছে কিছু মধ্যযুগীয় ফরমান। শর্ট স্কার্ট পড়ে কলেজে আসা যাবে না। পুরুষ সহপাঠীদের থেকে দূরত্ব রেখে চলতে হবে। মেয়েদের আপাদমস্তক ঢেকে তবেই কলেজ চত্বরে পা রাখতে হবে। নইলে মিলবে কঠোর শাস্তি। এমনই কড়া নির্দেশিকা জারি করায় তীব্র প্রতিবাদ জানিয়ে গত কয়েকদিন ধরেই কলেজ চত্বরে বিক্ষোভ শুরু করেছে পড়ুয়ারা। আন্দোলনকারীদের দাবি, দোলের দিনই এমন ফতোয়া জারি করেন কলেজ কর্তৃপক্ষ। পোশাক বিধির এই কড়াকড়ি নিয়ে বিক্ষোভের ফলে কলেজের পঠনপাঠন শিকেয় উঠেছে। বিক্ষোভকারী এক ছাত্রীর দাবি, ‘‘আমরা কী পোশাক পরবো, সেটা একান্তই আমাদের ব্যাপার। কলেজ এইভাবে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না”।
ছাত্রীদের পোশাকের বিধি নিয়ে নির্দিষ্ট মাপকাঠি স্থির করে দেওয়া হয়েছে কলেজের তরফে। পোশাক বিতর্কে জড়িয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছে মুম্বইয়ের এই মেডিক্যাল কলেজ। এই প্রসঙ্গে কলেজের প্রিন্সিপাল ডঃ অজয় চন্দনওয়ালে বলেছেন, ‘‘কলেজের ভিতর মেয়েদের স্বল্প পোশাকে আমরা নিষেধাজ্ঞা জারি করেছি। ছাত্রদের সঙ্গে একসঙ্গে বসতেও পারবে না ছাত্রীরা। হোস্টেলে পড়ুয়াদের নির্দেশ দেওয়া হয়েছে। ফিরতে হবে রাত ১০টার মধ্যেই।’’
এই কলেজের প্রিন্সিপাল জানিয়েছেন, “ছাত্রীদের আপত্তি থাকলে সেটা গুরুত্ব দিয়ে শোনা হবে। কিন্তু ক্লাস বন্ধ রাখা যাবে না। যত দ্রুত সম্ভব এই আন্দোলন তুলে নিতে হবে পড়ুয়াদের”। এই ঘটনায় গোড়ালি ঝুল পোশাক পরে, মুখে কাপড় বেঁধে ছাত্রীরা বিক্ষোভ শুরু করেছে কলেজ চত্বরে। শুধু ছাত্রীরা নয়, প্রতিবাদে নেমেছে কলেজের ছাত্রেরাও।