ফুটবল আইকন থেকে রাজনীতিবিদ হয়ে স্বপ্ন ফেরি করছেন বাইচুং ভুটিয়া। আসন্ন লোকসভায় একক লড়াইয়ের বার্তা দিয়ে সিকিমে স্বচ্ছ সরকার গড়ার ডাক দিয়েছেন তিনি। কিন্তু তার আগে আর্থিক সমস্যায় ভুগছে তাঁর দল হামরো সিকিম পার্টি (এইচএসপি)। তাই টাকা জোগাড় করতে রবিবার নিজের প্রিয় দুটি জার্সি নিলামে তুললেন তিনি।
প্রথমবার নির্বাচনে লড়াইটা যে সহজ হবে না, তা ভালই জানেন বাইচুং। কারণ প্রায় দু’দশকেরও বেশি গ্যাংটকে দাপট রয়েছে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের। জাঁদরেল রাজনীতিবিদ পাঁচবারের মুখ্যমন্ত্রী পবন চামলিং। তবে খেলার মাঠে বহুবার ‘ড্রিবল’ করে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ভারতীয় ফুটবলের জাদুকর। এবার চামলিংয়ের গড়ে কতটা ফাটল ধরাতে সক্ষম হন, সেটাই দেখার।
নিলামে ওঠা তাঁর প্রিয় দুটি জার্সির একটিতে লেখা দারিদ্রের বিরুদ্ধে ম্যাচ (ম্যাচ এগেনস্ট পভার্টি)। আর অন্যটি ২০১২ সালে বায়ার্ন মিউনিখে নিজের ফেয়ারওয়েল ম্যাচের দিন গায়ে চাপিয়েছিলেন বাইচুং। শুধু তাই নয়, দুটি জার্সিতেই জিনেদিন জিদান, ফিগোর মতো বিশ্বখ্যাত ফুটবল তারকাদের সই রয়েছে।