নামের তালিকা ঘোষণা হতেই প্রচারের কাজে নেমে পড়েছেন আসন্ন লোকসভা ভোটের তৃণমূল প্রার্থীরা। শুরু থেকেই প্রচারে ঝড় তুলছে মমতার দল। সাধারণ মানুষের জন্যে কাজ করতে, তাঁদের কাছে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে কোনকিছুই বাধা হয়ে দাঁড়ায় না মমতার কাছে আর তাঁর সৈনিকেরাও তাঁরই মত। তাই তীব্র গরমকে উপেক্ষা করেই প্রচারে নেমেছেন প্রার্থীরা।
আজ সকালে হিঙ্গলগঞ্জে প্রচারে নামেন বসিরহাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী নুসরত জাহান, তিনি বলেন, ‘আমার তরফে সবার জন্য শুভেচ্ছাবার্তা। সবাই ভাল থাকবেন।’ বলেন, ‘কথা দিচ্ছি, এক ডাকে পাবেন। তিনি আরও জানান, সকলের আশীর্বাদ পেলেই আমি আপনাদের পাশে থাকতে পারব। দিদির জয় নিশ্চিত।’
বেলা যত বাড়ছে ততই বেড়েছে রোদের তেজ। আর বেলা বাড়তে ঘামও হচ্ছে। তারই মধ্যে টালিগঞ্জে দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় নামলেন প্রচারে। তাঁর সমর্থনে প্রচার করলেন পূর্ত ও ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রার্থী মালা রায় পাড়ায় পাড়ায় গিয়ে সারলেন জনসংযোগ। সঙ্গে ছিলেন অরূপ বিশ্বাস। প্রচারে পথ চলতে চলতে অরূপ বিশ্বাস জানালেন, ‘দিদি মালা রায়ের সমর্থনে প্রচারে প্রচারে নেমেছেন। ভাই সবসময় দিদির সঙ্গেই তো থাকবে। মুখ্যমন্ত্রী ৪২–এ ৪২ আসনের লক্ষ্যমাত্রা দিয়েছেন। আমাদের সেটা বাস্তবায়ন করাই কাজ। আমার ওপর ৯টা কেন্দ্রের দায়িত্ব। সব ক’টিকে সমান গুরুত্ব দিয়ে প্রচার করছি। শুধু দক্ষিণ কলকাতা বা যাদবপুর নয়, সব ক’টিতেই জিততে হবে।’
আরামবাগে প্রচার করছেন তৃণমূলের অপরূপা পোদ্দার। ছিলেন মন্ত্রী অসীমা পাত্র, বিধায়ক বেচারাম মান্না ছাড়াও স্থানীয় বিধায়ক, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি–সহ অন্যান্য নেতা–কর্মীরা। বনগাঁয় মন্দিরে পুজো দিয়ে, মসজিদে গিয়ে ইমামের দোয়া নিয়ে প্রচারের কাজ শুরু করলেন বনগাঁর তৃণমূল প্রার্থী মমতাবালা ঠাকুর। মতুয়া সম্মেলনে গিয়ে মতুয়া ভক্তদের সঙ্গে নেচে, ডঙ্কা বাজিয়ে অভিনব প্রচার সারলেন বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার।
দুই মন্দিরে পুজো দিয়ে বাঁকুড়ায় প্রচার করছেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। আজ সকালে তিনি ঢাক এবং দলীয় কর্মীদের নিয়ে বেরিয়ে পড়েন নূতনচটি এলাকায়। ঢাকের শব্দে সকলে বেরিয়ে দেখেন, দুয়ারে সুব্রত। নূতনচটি লক্ষ্মীমেলা মন্দিরে তিনি পুজো দেন, আরতি করেন। পরে জেলা তৃণমূল ভবনে জেলা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন। তৃণমূল শিক্ষা সেল এবং ওয়েবকুটার জেলা কমিটির সদস্যদের সঙ্গেও বৈঠক করেন। সুব্রত জানান, এবার ব্লকগুলিতেও প্রচারে বেরোবেন।