বেশ কয়েকমাস ধরেই ফেরার এসআই অমিতাভ মালিককে খুনে অভিযুক্ত বিমল গুরুং। পাহাড়ে তাঁকে তন্নতন্ন করে খুঁজছে পুলিশ। কিন্তু এখনও পর্যন্ত গুরুংয়ের টিকির দেখাও মেলেনি। বহুবারই অভিযোগ উঠেছে, গুরুংকে আশ্রয়দান করেছে বিজেপি। সেই অভিযোগ যে কতটা সত্যি, এবার আরও স্পষ্ট হয়ে গেল তা।
আগেই হাত মিলিয়েছিল গোর্খা জনমুক্তি মোর্চা ও গোর্খা ন্যাশনাল ফ্রন্ট। রবিবার তাদের বেছে দেওয়া প্রার্থী রাজু বিস্তাকেই পাহাড়ে প্রার্থী করল বিজেপি। সেইসঙ্গে তারা জানাল, বিজেপির প্রতীকে দাঁড়ান রাজুকেই সমর্থন দেবে মোর্চা ও জেএনএলএফ। জানা গেছে, রাজু বিস্তাকে প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয় মোর্চা ও জিএনএলএফের গোপন বৈঠকে। আর ওই বৈঠকে হাজির ছিলেন মোর্চা নেতা বিমল গুরুং!
ফলে এর থেকেই পরিষ্কার যে গুরুংয়ের গোপন ডেরার হদিশ জানে গেরুয়া শিবির। বস্তুত গুরুং যে তাদের আশ্রয়ে রয়েছে, তার ইঙ্গিত দিয়েছিলেন খোদ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষই। তিনি বলেছিলেন যে, উপযুক্ত সময়েই পাহাড়ে ফিরবেন বিমল গুরুং। এবার যদিও পাকাপাকি ভাবে পাহাড়ে ফেরেননি গুরুং। তবে বৈঠকে তিনি হাজির হয়েছিলেন।
প্রসঙ্গত, গুরুংদের বৈঠকের পরই নেতারা হাজির হন বিজেপির সদর দফতরে। তবে প্রত্যাশিতভাবেই সেখানে বিমল গুরুং ছিলেন না। এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে, এসআই খুনে অভিযুক্ত, পাহাড়ের শত্রু গুরুংকে কেন আশ্রয় দিচ্ছে বিজেপি? অথচ নিজেদের চৌকিদার বলেই প্রচার করে চলেছে মোদী-শাহ-সহ গোটাগেরুয়া শিবিরের নেতা-নেত্রীরাই। যা ভাল চোখে দেখছে না পাহাড় তথা গোটা রাজ্যের মানুষ।