নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে যাওয়ার পরেও এয়ার ইন্ডিয়ার বোর্ডিং পাসে মিলল মোদীর ছবি। সঙ্গে লেখা ভাইব্রান্ট গুজরাত। একই সঙ্গে রয়েছে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির ছবিও। এয়ার ইন্ডিয়ার যাত্রীদের হাতে হাতে এখন ঘুরছে এই বোর্ডিং পাস। আর তাই নিয়ে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। বিরোধীদের অভিযোগ, ভোটের প্রচারে কমিশনকে পাত্তা দিচ্ছে না বিজেপি। মানছে না নির্বাচনী আচরণবিধিও।
এতদিন ট্রেনের টিকিটে লাগানো হচ্ছিল মোদীর ছবি। নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের অভিযোগের জেরে সেই টিকিট ফেরাতে বাধ্য হয় রেল। এবার এয়ার ইন্ডিয়ার বোর্ডিং পাসে মিলল মোদীর ছবি। সমালোচনার জেরে শেষে মোদির ছবি ছাপানো বোর্ডিং পাস ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার মুখপাত্র ধনঞ্জয় কুমার।
রবিবার রাতে পাঞ্জাব পুলিশের প্রাক্তন শীর্ষ আধিকারিক শশী কান্ত মোদীর ছবি দেওয়া এয়ার ইন্ডিয়ার বোর্ডিং পাসের ছবি টুইট করে লেখেন, ‘নির্বাচনীবিধি লঙ্ঘন করা হয়েছে এই বোর্ডিং পাসে। যাঁরা এই বোর্ডিং পাস নিয়ে বিমানে উঠছেন তাঁরা কেউ শুধু গুজরাটের যাত্রী নন গোটা দেশের যাত্রীদের জন্যই এই বোর্ডিং পাস দিচ্ছে এয়ার ইন্ডিয়া’।
যাত্রীরা অনেকেই নাকি অভিযোগ করেছিলেন এই নিয়ে। নির্বাচন কমিশনের কাছেও এই নিয়ে অভিযোগ জমা পড়েছে। কারণ ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে জারি হয়ে গিয়েছে নির্বাচনী বিধি। কোনও রাজনৈতিক দলের নেতা বা প্রতীক সরকারি বিজ্ঞাপনে ব্যবহার করায় নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।
