নির্বাচন কমিশনের কাছে ভোটে ভিভিপ্যাট বাড়ানো নিয়ে জবাব চাইল সুপ্রিম কোর্ট। ভিভিপ্যাট নির্বিশেষে একটি বিধানসভার একটির বেশি পোলিং স্টেশন থেকে একটির বেশি মেশিনের অডিট করা যাবে কিনা তা জানতে চেয়ে সুপ্রিম কোর্ট কমিশনের জবাব চাইল। সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বাধীন বেঞ্চ ২১ টি রাজনৈতিক দলের একত্রিত মামলা শুনছে। দাবি হল, অন্তত ৫০ শতাংশ ভিভিপ্যাট নির্বিচারে অডিট করতে হবে। অর্থাৎ ভোটে যাতে কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করতেই আবেদন করা হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, গুনতি বাড়ানোর প্রয়োজন নেই। ভোট প্রক্রিয়াকে মজবুত করতে সব ধরনের প্রচেষ্টা করা হচ্ছে। এই শুনে আদালত বিরক্তি প্রকাশ করেছে। এই মামলাটি আগামী ১ এপ্রিল শুনবে সুপ্রিম কোর্ট। তার আগে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হল।